Skip to main content

নূরলদীনের কথা মনে পড়ে যায়

##লেখক_পরিচিতি##
*নাম: সৈয়দ শামসুল হক
*জন্ম: ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর
*জন্মস্থান: কুড়িগ্রামে
*পিতা: সৈয়দ সিদ্দিক হুসাইন
*পেশা: সাংবাদিকতা
*সাহিত্যচর্চার মূল প্রেরণা: মানুষের জটিল জীবন প্রবাহ ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ
*কাব্য সংকলন: বৈশাখে রচিত পঙক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের গহীন ভিতর,রজ্জুপথে চলেছি
*কাব্য নাটক: গণনায়ক, নূরলদীনের সারাজীবন, ঈর্ষা
*ছোট গল্প: শীত বিকেল(১৯৫৯), রক্ত গোলাপ(১৯৬৪), আনন্দের মৃত্যু (১৯৬৭),
*শিশুতোষ গ্রন্থ: আনু বড় হয়, হডসনের বন্দুক, সীমান্তের সিংহাসন
*পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, আদমজি সাহিত্য পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণ পদক
*ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র
*বিবিসি বাংলা বিভাগের প্রযোজক
##কবিতার_উৎস##
*"নূরলদীনের সারাজীবন " কাব্য নাটক হতে সংকলিত
*এটি নাটকের প্রস্তাবনা অংশ
*ছন্দ-অন্তমিল প্রবাহমান গদ্য ছন্দ
##সংখ্যাবাচক_তথ্য##
*মোট লাইন-৪২
*রং-২ টি (ধবল(শাদা), নীল)
*নষ্ট শব্দটি-৫ বার
*নূরলদীন শব্দটি-১২ বার
*নূরলদীনের কথা মনে পড়ে যায় শব্দটি- ৬ বার
*হাট, জনপদ, লোকালয়-৬৯ হাজার
*নূরলদীন ডাক দিয়েছিল-১৭৮ ২ সালে(১১৮৯ বঙ্গাব্দ)
*নদ-১টি (ব্রহ্মপুত্র)
*পাখি-১টি (শকুন)
##গুরুত্বপূর্ণ_তথ্য##
*নূরুলদীনের বাড়ি- রংপুর
*নীল আকাশ- নিলক্ষা
*নীল আকাশের তারার সংখ্যা- হাজার হাজার
*পূর্ণিমার চাঁদের জোৎস্না- ধবল দুধের মত
*নিলক্ষার নীলে তীব্র শিস দিয়ে দেখা দেয়- চাঁদ
*কবি মিনতি করে সকলকে বসতে বলেছেন- স্থির হয়ে
*মানুষের বন্ধ দরজায় হানা দেয়- অতীত
*নূরলদীনের কথা মনে পড়ে যায়- তীব্র স্বচ্ছ পূর্ণিমায়
*নূরলদীন ডাক দিয়েছিল- রংপুরে
*দীর্ঘ দেহ নিয়ে নূরলদীন দেখা দেয়-মরা আঙিনায়
*কবির দেহ থেকে রক্ত ঝরে পড়ে- ইতিহাসের পৃষ্ঠায়
*সমস্ত নদীর অশ্রু মেশে- ব্রহ্মপুত্রে
*নূরলদীনের কথা সারা দেশে নেমে আসে-পাহাড়ি ঢলের মতো
*নূরলদীন ডাক দিবে- কাল পূর্ণিমায়
*নূরলদীন এক ঐতিহাসিক চরিত্র
*নূরলদীনের ডাক শুনে মানুষ জেগে উঠে- ১১৮৯ বঙ্গাব্দ (১৭৮২ খ্রিস্টাব্দ)
*রংপুর দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের সাহসী কৃষক নেতা- নূরলদীন

Comments

Popular posts from this blog

অপরিচিতা

অপরিচিতা’                                                           রবীন্দ্রনাথ ঠাকুর ০১। ধনীর কন্যা কার পছন্দ নয়? উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। ০২। অনুপমের বন্ধুর নাম কী? উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ। ০৩। হরিশ কোথায় কাজ করে? উত্তর: হরিশ কানপুরে কাজ করে। ০৪। অনুপমের বর্তমান বয়স কত? উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর। ০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট? উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট। ০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়? উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন। ০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা। ০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ...

বাংলা_ভাষার_অপপ্রয়োগ_ও_শুদ্ধপ্রয়োগ

*বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে। ★বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে। . *আপনি স্বপরিবার অামন্ত্রিত। ★আপনি সপরিবার অামন্ত্রিত। . *অাবশ্যীয় ব্যায়ে কার্পন্যতা অনুচিত। ★অাবশ্যীয় ব্যায়ে কৃপণতা অনুচিত। . *উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। ★উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। . *একথা প্রমান হয়েছে। ★একথা প্রমাণিত হয়েছে। . *একের লাঠি দশের বোঝা। ★দশের লাঠি একের বোঝা। . *তারা একত্রে গমন করল। ★তারা একত্র গমন করল। . *আমার অার বাঁচিবারর স্বাধ নাই। ★আমার অার বাঁচিবারর সাধ নাই। . *গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। ★গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। . *বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ। ★বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ। . *এটা লজ্জাস্কর ব্যাপার। ★এটা লজ্জাকর ব্যাপার। . *কালিদাস বিখ্যাত কবি। ★কলীদাস বিখ্যাত কবি। . *কুপুরুষের মত কথা বলছ কেন? ★কাপুরুষের মত কথা বলছ কেন? . *গীতাঞ্জলী একখানা কাব্যগ্রন্থ। ★গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ। . *তিনি স্বস্ত্রীক কুমিল্লা বাস করেন। ★তিনি সস্ত্রীক কুমিল্লায় বাস করেন। . *তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়। ★তোমার তথ্য গ্রহনযোগ্য ন...

প্রতিবেদন লেখার নিয়ম

একটি সার্থক প্রতিবেদনের ০৬ টি অংশ হতে পারে । #প্রতিবেদনের শুরুতে সংক্ষিপ্ত প্রতিবেদন পরিচিতি থাকবে । #দ্বিতীয় প্যারাতে কল্পিত একটা দ্বিতীয় প্যারাতে কল্পিত একটা স্মারক নম্বর ব্যাবহার করা যেতে পারে এবং প্রতিবেদন রচনার কারণ ব্যাখ্যা করা যেতে পারে ।। #তৃতীয় প্যারাতে ঘটনার বিবরণ থাকবে । #চতুর্থ প্যারাতে ঘটনার কারণ উল্লেখ থাকবে । #পঞ্চম প্যারাতে ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে সে বিষয়ে কিছু পরামর্শ থাকবে । #ষষ্ঠ প্যারাতে প্রতিবেদক কী কী উপাত্ত ব্যাবহার করেছেন সে বিষয়ে একটি সংক্ষিপ্ত পরিচিতি থাকবে , অর্থাত্ তথ্যসূত্র যুক্ত থাকবে । এই ধারাবাহিকতায় প্রতিবেদন রচনা করা গেলে একজন পরীক্ষক পরীক্ষার্থীকে ভালো নম্বর প্রদানে বাধ্য হবেন । পরীক্ষার উত্তরপত্রে একজন পরীক্ষক এ ধরনের প্রতিবেদন আশা করে ধরনের প্রতিবেদন আশা করে থাকেন । . নমুনা প্রতিবেদন :০১ . পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ'- এই শিরোনামে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বরাবর একটি প্রতিবেদন লেখো। . উত্তরঃ বরাবর সচিব মহোদয় পরিবেশ ও বন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বিষয় : পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুর...