Skip to main content

বাংলা_ভাষার_অপপ্রয়োগ_ও_শুদ্ধপ্রয়োগ

*বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
★বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে।
.
*আপনি স্বপরিবার অামন্ত্রিত।
★আপনি সপরিবার অামন্ত্রিত।
.
*অাবশ্যীয় ব্যায়ে কার্পন্যতা অনুচিত।
★অাবশ্যীয় ব্যায়ে কৃপণতা অনুচিত।
.
*উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
★উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
.
*একথা প্রমান হয়েছে।
★একথা প্রমাণিত হয়েছে।
.
*একের লাঠি দশের বোঝা।
★দশের লাঠি একের বোঝা।
.
*তারা একত্রে গমন করল।
★তারা একত্র গমন করল।
.
*আমার অার বাঁচিবারর স্বাধ নাই।
★আমার অার বাঁচিবারর সাধ নাই।
.
*গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
★গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
.
*বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ।
★বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ।
.
*এটা লজ্জাস্কর ব্যাপার।
★এটা লজ্জাকর ব্যাপার।
.
*কালিদাস বিখ্যাত কবি।
★কলীদাস বিখ্যাত কবি।
.
*কুপুরুষের মত কথা বলছ কেন?
★কাপুরুষের মত কথা বলছ কেন?
.
*গীতাঞ্জলী একখানা কাব্যগ্রন্থ।
★গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ।
.
*তিনি স্বস্ত্রীক কুমিল্লা বাস করেন।
★তিনি সস্ত্রীক কুমিল্লায় বাস করেন।
.
*তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়।
★তোমার তথ্য গ্রহনযোগ্য নয়।
.
*এমামলায় অামি সাক্ষি দেব না।
★এ মামলায় অামি সাক্ষ্য দেব না।
.
*বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী একালেও বিরল।
★বেগম রোকেয়ার মতো বিদুষী নারী একালেও বিরল।
.
*নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পরেছে।
★নদীর জলে অস্তায়মান সূর্যের ছায়া পরেছে।
.
*বিশ্বে প্রায় বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি।
★বিশ্বে প্রায় বাংলাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি।
.
*দশচক্রে ইশ্বর ভূত।
★দশচক্রে ভগবান ভূত।
.
*অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।
★অন্যায়ের প্রতিফল অর্নিবার্য।
.
*ছেলেটি ভয়ানক ভাল।
★ছেলেটি অত্যন্ত ভাল।
.
*সময় বড় সংক্ষেপ।
★সময় বড় সংক্ষিপ্ত।
.
*ভীষণ ঘুম পাইয়াছে।
★খুব ঘুম পাইয়াছে।
.
*বাজারে খাঁটি গরুর দুধ দুর্লভ।
★বাজারে গরুর খাঁটি দুধ দুর্লভ।
.
*অাসছে অাগামীকাল কলেজ বন্ধ থাকবে।
★অাগামীকাল কলেজ বন্ধ থাকবে।
.
*অল্পদিনের মধ্যে তিনি অারোগ্য করলেন।
★অল্পদিনের মধ্যে তিনি অারোগ্য লাভ করলেন।
.
*মেয়েটি বিদ্ধান কিন্তু ঝগড়াটে।
★মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
.
*অামি এই ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
★অামি এই ঘটনা চাক্ষুস দেখেছি।
.
*বঙ্কিমচন্দের ভয়ঙ্কর প্রতিভা ছিল।
★বঙ্কিমচন্দের অসামান্য প্রতিভা ছিল।
.
*সকল লোকেরাই সেখানে উপস্থিত ছিল।
★সকল লোকই সেখানে উপস্থিত ছিল।
.
*অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।
★অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।
.
*অন্যান্য বিষয় গুলোর অালোচনা পরে হবে।
★অন্যান্য বিষয়ের অালোচনা পরে হবে।
.
*এক অগ্রহায়নে শীত যায় না।
★এক মাঘে শীত যায় না।
.
*তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
★তার সৌজন্যে মুগ্ধ হলাম।
.
*সকল ছাত্ররা উপস্থিত অাছে।
★সকল ছাত্র উপস্থিত অাছে।
.
*কলেজ চলাকালীন সময়ে হর্ন
★কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ।
.
*ছেলেটি দুর্দান্ত মেধাবী।
★ছেলেটি খুবই মেধাবী।
.
*তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন।
★তিনি সপরিবারে ঢাকায় থাকেন।
.
*অাগত শনিবারে তারা যাবে।
★অাগামী শনিবারে তারা যাবে।
.
*সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
★সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
.
*ছেলেটি ভয়ানক মেধাবি।
★ছেলেটি অত্যন্ত মেধাবি।
.
*বর্তমানে খাঁটি গরুর দুধ পাওয়া মুশকিল।
★বর্তমানে গরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল।
.
*দুর্বলবশত তিনি অাসতে পারেননি।
★দুর্বলতাবশত তিনি অাসতে পারেননি।
.
*পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্নীয়মান।
★পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্নায়মান।
.
*সভায় অনেক ছাত্রগণ এসেছিল।
★সভায় অনেক ছাত্র এসেছিল।
.
*বিরাট গরু-ছাগলের হাট।
★গরু-ছাগলের বিরাট হাট।
.
*দৈন্যতা সবসময় ভাল নয়।
★দীনতা সবসময় ভাল নয়।
.
*এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারন সভা।
★এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারন সভা।
.
*তোমার ষোড়শতম জন্মবার্ষিকী পালিত হল।
★তোমার ষোলতম জন্মবার্ষিক পালিত হল।
.
*চোখে হলুদফুল দেখছি।
★চোখে সরষেফুল দেখছি।
.
*সকল ছাত্র-ছাত্রীগণ ক্লাশে উপস্থিত ছিল।
★সকল ছাত্র-ছাত্রী ক্লাশে উপস্থিত ছিল।
.
*দারিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট।
★দরিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট।
.
*শকুনের দোয়ায় হাতি মরে না।
★শকুনের দোয়ায় গরু মরে না।
.
*অধ্যায়নই ছাত্রদের তপস্যা।
★অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
.
*অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
★অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
=>অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।
.
*অপব্যয় একটি মারাত্বক ব্যধি।
★অপব্যয় একটি মারাত্বক অভ্যাস।
.
*অতি লোভে তাতী নষ্ট।
★অতি লোভে তাঁতি নষ্ট।
.
*অতিশয় দুঃখিত হলাম।
★খুব দুঃখিত হলাম।
=>সতিশয় দুঃখিত হলাম।
.
*অভাবগ্রস্থ ছাত্রটির দুরাবস্থার কথা সাশ্রুনয়নে বর্ননা করল।
★অভাবগ্রস্থ ছাত্রটি দুরাবস্থার কথা সাশ্রুনয়নে বর্ননা করল।
.
*অাইনানুসারে তিনি এ কাজ করতে পারোন না।
★অাইনত তিনি এ কাজ করতে পারোন না।
.
*অাপনার সঙ্গে অামার গোপন পরামর্শ অাছে।
★অাপনার সঙ্গে অামার গোপনীয় পরামর্শ অাছে।
.
*তার দুচোখ অশ্রুজলে ভরে গেল।
★তার দুচোখ অশ্রুতে ভরে গেল।
.
*রবীন্দ্রনাথ প্রসিদ্ধ কবি ছিলেন।
★রবীন্দ্রনাথ অতিশয় প্রসিদ্ধ কবি ছিলেন।
.
*শুধুমাত্র তুমিই এ কাজটি করতে পারবে।
★শুধু তুমিই এ কাজটি করতে পারবে।
.
*সেখানে গেলে তুমি অপমান হবে।
★সেখানে গেলে তুমি অপমানিত হবে।
.
*পড়ালেখায় তাহার মনোযোগ নেই।
★পড়ালেখায় তার মনোযোগ নেই।
.
*সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
★সকল গুণিজন সভায় উপস্থিত ছিলেন।
.
*বন্যার পানি হ্রাস হয়েছে।
★বন্যার পানি হ্রাস পেয়েছে।
.
*পাড়ায় নতুন নতুন ছেলেদের উপদ্রব শুরু হয়েছে।
★পাড়ায় নতুন ছেলেদের উপদ্রব শুরু হয়েছে।
.
*অাকন্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানী ঘঠে।
★অাকন্ঠ ভোজনে স্বাস্থ্যহানী ঘঠে।
.
*মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে।
★মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
.
*ফেল টাকা মাখ তেল।
★ ফেল কড়ি মাখ তেল।
.
*পাতায় পাতায় পড়ে শিশির নিশির।
★পাতায় পাতায় পড়ে নিশির শিশির।
.
*সিদ্ধান্ত গ্রহন হয়েছে।
★ সিদ্ধান্ত গ্রহীত হয়েছে।
.
*কথাটি সঠিক না।
★কথাটি ঠিক না।
.
*ভিক্ষুকদেরকে ভিক্ষা দাও।
★ভিক্ষুককে ভিক্ষা দাও।
.
*আজকাল ব্যবসা করা খুব কঠিন।
★আজকাল ব্যবসায় করা খুব কঠিন।
.
*উৎকর্ষতা না থাকলে রচনার ওজোগুন থাকে না।
★উৎকর্ষ না থাকলে রচনার ওজোগুণ থাকে না।
.
*ব্যাকুলিত চিত্তে অামি তাঁকে দেখতে গেলাম।
★ব্যাকুল চিত্তে অামি তাকে দেখতে গেলাম।
.
*চোরটি বমালসুদ্ধ ধরা পড়েছে।
★চোরটি বমাল ধরা পড়েছে।
.
*কারো দৈন্যতা নিয়ে উপহাস করো না।
★কারো দীনতা নিয়ে উপহাস করো না।
.
*বিদ্যান মূর্থ অপেক্ষা শষ্ঠতর।
★বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
.
*সে অপমান হয়েছে।
★সে অপমানিত হয়েছে।
.
*আমি অর্নিশি সে কথাই ভেবেছি।
★আমি অর্নিশ সে কথাই ভেবেছি।
.
*নিরোগী লোক প্রকৃত অর্থেই সুখী।
★নিরোগী লোক প্রকৃত অর্থেই সুখী।
.
*তিনি মকাদ্দমায় সাক্ষি দিবেন।
★তিনি মকাদ্দমায় সাক্ষ্য দিবেন।
.
*তিনি তিলে বেগুলে জ্বলে উঠলেন।
★তিনি তেলেবেগুলে জ্বলে উঠলেন।
.
*সূর্য পূর্বদিকে উদয় হয়।
★সূর্য পূর্বদিকে উদিত হয়।

Comments

Popular posts from this blog

অপরিচিতা

অপরিচিতা’                                                           রবীন্দ্রনাথ ঠাকুর ০১। ধনীর কন্যা কার পছন্দ নয়? উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। ০২। অনুপমের বন্ধুর নাম কী? উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ। ০৩। হরিশ কোথায় কাজ করে? উত্তর: হরিশ কানপুরে কাজ করে। ০৪। অনুপমের বর্তমান বয়স কত? উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর। ০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট? উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট। ০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়? উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন। ০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা। ০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। ১০।‘অপরিচিতা’ গল্পটি কোন জবানিতে লেখা? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। ১১। মেয়ের বয়স কত ছিল? উত্তর: মেয়ের বয়স ছিল পনেরো। ১২। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? উত্তর:কন্যাকে আশীর্বাদ করার জন্

লালসালু উপন্যাস

এক নজরে কিছু জ্ঞানমূলক তথ্যাবলীঃ ★লালসালুর কেন্দ্রীয় চরিত্র মজিদ ★ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে চলে ★মতিগঞ্জের উত্তরদিকে মহব্বতনগর গ্রাম ★মহব্বতনগর গ্রামের মাতব্বর রেহান আলী ★অশীতিপরায়ন বৃদ্ধ সলেমনের বাপ ★মজিদের বসবাস ছিলো গারো পাহাড়ে যা মধুপুর গড় হতে ৩ দিনের পথ ★রহিমা ঠান্ডা,ভীতু প্রকৃতির মানুষ ★গ্রামের লোকরা রহিমার অন্য সংস্করণ ★রহিমার চোখে ভয় দেখেছিলো মজিদ ★মজিদের শক্তির মূল উৎস সালুকাপড়ে আবৃত মাজারটি ★তাহের,কাদের ও রতনের বোন হাসুনির মা ★বিচারের শূরুতে মজিদ সূরা পড়ে নেয় ★ঝড় এলে হাসুনির মার হই চই করার অভ্যাস ★সকলকে মিঞা বলে সম্বোধন করে মজিদ ★মহব্বতনগর থেকে ৩ গ্রাম পরে আওয়ালপুর গ্রাম ★ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা ★আওয়ালপুরে পীরের আগমন ঘটে মাঘ মাসের শেষ দিকে ★মজিদের মুরিদরা আহত হয়ে করিমগঞ্জ হাসপাতালে যায় ★পির সাহেব কে ইবলিশ শয়তান ঘোষণা করে মজিদ ★আওয়ালপুর ও মহব্বতনগর গ্রামের মাঝে এক মস্ত তেতুল গাছ ★আমেনা বিবি শুক্রবার রোজা রাখে ★আমেনা বিবি আড়াই পাক এর পরেই মূর্ছা যায় ★হাসুনির মায়ের নাম তহু ★আমেনা বিবি ঠান্ডা,শীতল,ধর্মভীরু মানুষ ★আমেনা বিবির স্বামীর বাড়ির ন

Graph & Chart লেখার সহজ পদ্ধতি