Skip to main content

Sentence Connectors

Sentence connector অর্থাৎ ইংলিশ গ্রামারে কিছু conjunction আছে যা sentence এর মাঝে বা প্রথমে বসে অর্থের পূর্ণতা দান করে।
তোহ্ অনেকই তো connector আছে প্রতিটার জন্যে যদি একটা করে রুলস লিখতে চাই ব্যাপক রুলস হবে
তোমাদের মেমোরাইজ করতেও সমস্যা হবে।


তাই আমরা একটু ট্যাকটিস্ অবলম্বন করে রুলস কমিয়ে এর ভেতরেই সবগুলো conjunction নিয়ে আসবো।

কিছু কিছু conjunction আছে যা একই প্রকৃতির এগুলোকে আমরা গ্রুপওয়াইজ ভাগ করে নিবো।

Rule 01:
যেখানে
দুটি জিনিসকে এক /আলাদা করা বুঝাবে
সেখানে আমরা and,or,but,otherwise এগুলোর যেকোনো একটি বসাবো।
বাট সবগুলো তো আর একসাথে বসবে না।
এবার কোনটি কোথায় বসবে এটা দেখি।
A. And- দুটি একই জিনিস বুঝালে সেটাকে আমরা and দিয়ে যোগ করবো।যেমন ঃ
*I like swimming...... taking bath in the river.
Ans:and
B. Or/otherwise - যখন দুটি অপশন থেকে তোমাকে যেকোনো একটি অপশন বেছে নিতে হবে এমন বুঝাবে সেখানে or/otherwise এর যেকোনো একটি বসানো যাবে।যেমন ঃ
* Study hard.... You will fail.
Ans:or/otherwise
C.But- opposite idea বুঝাতে।যেমনঃ
*Tamim took medicine...... He didn't come round.
Ans:but

Rule 02:
কারন/কারনে বুঝালে Because, since, as এর যেকোনো একটি বসালেই হবে।যেমন ঃ
* I didn't attend the party....... I was tired.
Ans:because /since /as

Rule 03:
কোনো কিছুর ফলে বা ফলাফল, সুতরাং বুঝাতে so,therefore, hence,as a result এর যেকোনো একটি বসানো যাবে।যেমনঃ
* He is not trustworthy........ I didn't give him the loan.
Ans:so/hence/therefore /as a result.

Rule 04:
অতিরিক্ত কিছু যোগ করা বুঝালে moreover, besides, furthermore, however এর যেকোনো একটি বসানো যাবে।যেমনঃ
* Jayed plays cricket and football...... He plays golf.
Ans:besides /moreover /furthermore /however.

Rule 05:
উদাহরণ দেয়া বুঝাতে such as,/for example বসবে।যেমনঃ
* Students have to face some difficulties........ Money, guidelines.
Ans: such as/for example.

Comments

Popular posts from this blog

লালসালু উপন্যাস

এক নজরে কিছু জ্ঞানমূলক তথ্যাবলীঃ ★লালসালুর কেন্দ্রীয় চরিত্র মজিদ ★ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে চলে ★মতিগঞ্জের উত্তরদিকে মহব্বতনগর গ্রাম ★মহব্বতনগর গ্রামের মাতব্বর রেহান আলী ★অশীতিপরায়ন বৃদ্ধ সলেমনের বাপ ★মজিদের বসবাস ছিলো গারো পাহাড়ে যা মধুপুর গড় হতে ৩ দিনের পথ ★রহিমা ঠান্ডা,ভীতু প্রকৃতির মানুষ ★গ্রামের লোকরা রহিমার অন্য সংস্করণ ★রহিমার চোখে ভয় দেখেছিলো মজিদ ★মজিদের শক্তির মূল উৎস সালুকাপড়ে আবৃত মাজারটি ★তাহের,কাদের ও রতনের বোন হাসুনির মা ★বিচারের শূরুতে মজিদ সূরা পড়ে নেয় ★ঝড় এলে হাসুনির মার হই চই করার অভ্যাস ★সকলকে মিঞা বলে সম্বোধন করে মজিদ ★মহব্বতনগর থেকে ৩ গ্রাম পরে আওয়ালপুর গ্রাম ★ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা ★আওয়ালপুরে পীরের আগমন ঘটে মাঘ মাসের শেষ দিকে ★মজিদের মুরিদরা আহত হয়ে করিমগঞ্জ হাসপাতালে যায় ★পির সাহেব কে ইবলিশ শয়তান ঘোষণা করে মজিদ ★আওয়ালপুর ও মহব্বতনগর গ্রামের মাঝে এক মস্ত তেতুল গাছ ★আমেনা বিবি শুক্রবার রোজা রাখে ★আমেনা বিবি আড়াই পাক এর পরেই মূর্ছা যায় ★হাসুনির মায়ের নাম তহু ★আমেনা বিবি ঠান্ডা,শীতল,ধর্মভীরু মানুষ ★আমেনা বিবির স্বামীর বাড়ির ন...

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম:: ৬ষ্ট অধ্যায়

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ````````````````````````` '''''''''''''''''''''''' * ডাটাবেজ কি বা কাকে বলে? উত্তর: পরষ্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটার সমষ্টিকে Database বলে। . → DBMS এর পূর্ণরূপ Database Management System. . → RDBMS এর পূর্ণরূপ - Relational Database Management System. . ** DBMS কি বা কাকে বলে? উত্তর: DBMS হলো একটি প্রোগ্রাম বা সফটওয়্যার। DBMS এর পূর্ণরূপ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। DBMS দ্বারা ডাটাবেজ তৈরি করা, ডাটাবেজ পরিবর্তন করা, সংরক্ষণ করা, পরিচালনা করা, নিয়ন্ত্রণ করার কাজ করা সম্ভব। . ** ফিল্ড (Field) কি? উত্তর: রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে Field বলে। . * রেকর্ড (Record) কি? উত্তর: কতগুলো Field এর সমষ্টিকে রেকর্ড বলে। . ** ডাটাবেজের সুবিধা বা বৈশিষ্ট্য : → ডাটাবেজকে Assendung ও Decending করা যায়। → ডাটাবেজকে সর্টিং ও ইনডেক্সিং ভাবে সাজানো যায়। → সকল তথ্য সংরক্ষণ করে রাখা যায়। → ডেটা নিরাপত্তা প্রদান করা সম্ভব। → কেন্দ্রীয়ভাবে ডাটা নিয়ন্ত্রণ কর...

প্রতিবেদন লেখার নিয়ম

একটি সার্থক প্রতিবেদনের ০৬ টি অংশ হতে পারে । #প্রতিবেদনের শুরুতে সংক্ষিপ্ত প্রতিবেদন পরিচিতি থাকবে । #দ্বিতীয় প্যারাতে কল্পিত একটা দ্বিতীয় প্যারাতে কল্পিত একটা স্মারক নম্বর ব্যাবহার করা যেতে পারে এবং প্রতিবেদন রচনার কারণ ব্যাখ্যা করা যেতে পারে ।। #তৃতীয় প্যারাতে ঘটনার বিবরণ থাকবে । #চতুর্থ প্যারাতে ঘটনার কারণ উল্লেখ থাকবে । #পঞ্চম প্যারাতে ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে সে বিষয়ে কিছু পরামর্শ থাকবে । #ষষ্ঠ প্যারাতে প্রতিবেদক কী কী উপাত্ত ব্যাবহার করেছেন সে বিষয়ে একটি সংক্ষিপ্ত পরিচিতি থাকবে , অর্থাত্ তথ্যসূত্র যুক্ত থাকবে । এই ধারাবাহিকতায় প্রতিবেদন রচনা করা গেলে একজন পরীক্ষক পরীক্ষার্থীকে ভালো নম্বর প্রদানে বাধ্য হবেন । পরীক্ষার উত্তরপত্রে একজন পরীক্ষক এ ধরনের প্রতিবেদন আশা করে ধরনের প্রতিবেদন আশা করে থাকেন । . নমুনা প্রতিবেদন :০১ . পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ'- এই শিরোনামে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বরাবর একটি প্রতিবেদন লেখো। . উত্তরঃ বরাবর সচিব মহোদয় পরিবেশ ও বন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বিষয় : পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুর...