Skip to main content

English connectors

✪ As – কারন, যেহেতু
✪ Say- ধরা যাক
✪ So – অতএব , সুতরাং
✪ Who – কে, যে, কেকে
✪ And – এবং ,ও
✪ But – কিন্তু, তথাপি
✪ That – যে , যা, যাতে, ফলে
✪ Even – এমনকি
✪ At first – প্রথমত
✪ Often – প্রায়ই , মাঝে মাঝে
✪ More – আরো , অধিকতর
✪ Which – যেটি , যা
✪ As if – যেন
✪ Although – যদিও, যাতে , সত্বেও
✪ While – যখন
✪ Similarly – অনুরূপভাবে, একইভাবে
✪ Therefore – অতএব , সুতরাং
✪ So that – যাতে , যেন
✪ First of all – প্রথমত
✪ Rather – বরং, চেয়ে
✪ Such as – তেমনই
✪ However – যাইহোক
✪ Indeed – প্রকৃতপক্ষে
✪ Whereas – যেহেতু
✪ Usually – সাধারনত
✪ Only – শুধু, কেবল, একমাত্র
✪ Firstly – প্রথমত
✪ Finally – পরিশেষে
✪ Moreover – তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
✪ But also – এমনি , এটিও
✪ As well as – এবং, ও, পাশাপাশি
✪ Furthermore – অধিকন্তু
✪ Regrettably – দুঃখজনকভাবে ।
✪ in fact – আসলে
✪ Hence – অত:পর/সুতরাং
✪ Such as – যথা/যেমন
✪ Notably – লক্ষণীয়ভাবে
✪ Consequently – অতএব
✪ On the whole – মোটামুটি
✪ Either – দুয়ের যে কোন একটি
✪ Neither – দুয়ের কোনটি নয়
✪ In any event – যাহাই ঘটুক না কেন
✪ Additionally – অতিরিক্ত আরো
✪ In this regard – এ বিষয়ে
✪ As a matter of fact -বাস্তবিকপক্ষে/প্রকৃতপক্ষে
✪ Including – সেই সঙ্গে
✪ Nonetheless – তবু
✪ Nevertheless – তথাপি , তবুও , তারপরও
✪ Lest – পাছে ভয় হয়
✪ Whether – কি …না , যদি
✪ Comparatively – অপেক্ষাকৃত
✪ To be honest – সত্যি বলতে
✪ Come what may – যাই ঘটুক না কেন
✪ If you do care – যদি আপনি চান
✪ Next to nothing – না বললেও চলে
✪ As far as it goes – এ ব্যাপারে যতটুকু বলা যায় ।
✪ As far as I’m concerned – আমার জানা মতে ।
✪ Why on earth – কেন যে? (বিরক্তি প্রকাশার্থে)
✪ On the other hand – অন্যদিকে ।
✪ In this regard – এ বিষয়ে ।
✪ In this connection – এ বিষয়ে ।
✪ In addition – অধিকন্তু, মোটের উপর
✪ Infact – প্রকৃতপক্ষে
✪ To be frank – খোলাখুলি ভাবে বলা যায় ।
✪ Sincerely speaking – সত্যিকার ব্যাপার হলো ।
✪ To sum up – সংক্ষেপে বলতে গেলে
✪ Though – যদিও, সত্বেও
✪ Incidentally – ঘটনাক্রমে
✪ Then – তারপর ,তখন
✪ Than – চেয়ে , থেকে
✪ For a while – কিছুক্ষণের জন্য
✪ In order to – উদ্দেশ্যে, জন্যে
✪ Suddenly – হঠাৎ
✪ Unless – যদিও না
✪ For example – ঊদাহরনস্বরূপ
✪ Yet – তথাপি, তবুও
✪ Actually – প্রকৃতপক্ষে
✪ After that – তারপর
✪ Instead of – পরিবর্তে
✪ Thus – এইভাবে
✪ Unfortunately – দূর্ভাগ্যবশত
✪ Once – একদা
✪ Gradually – ধীরে ধীরে
✪ Since – কারন, যেহেতু
✪ Sometimes – মাঝে মাঝে
✪ Above all – সর্বোপরি
✪ As a result – ফলে
✪ In that – কারণ
✪ Till – পর্যন্ত
✪ As long as – যতক্ষন পর্যন্ত
✪ Until – যতক্ষন পর্যন্ত না
✪ As though – যেন , যেন মনে হয়
✪ Even though – এমন যদিও হয়ও
✪ No sooner – হতে না হতেই
✪ Sooner or later – আজ না হোক কাল
✪ No more buts – আর কোন কিন্তু নয়
✪ On the occasion of – উপলক্ষ্যে
✪ From a reliable source – বিশ্বস্ত সূত্রে
✪ As you know – আপনারা জানেন
✪ Due to – কারণে
✪ Without hesitation – বিনা দ্বিধায়
✪ First of all – প্রথমেই
✪ Surprisingly – আশ্চর্যজনকভাবে
✪ Strangely enough – আশ্চর্যের ব্যাপার হলো
✪ Truly speaking – সত্য বলতে কি !
✪ Although I could, but – যদিও পারতাম, কিন্তু
✪ So long as – যদি না/ এই শর্তে যে
✪ This very man – এই লোকটিই
✪ For good – চিরতরে|
✪ Even if – এমনটি যদিও
✪ Coming back to – মূল কথায় ফিরে আসলে
✪ Not only….but also – শুধু এটিই নয় … ওটিও

Comments

Popular posts from this blog

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম:: ৬ষ্ট অধ্যায়

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ````````````````````````` '''''''''''''''''''''''' * ডাটাবেজ কি বা কাকে বলে? উত্তর: পরষ্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটার সমষ্টিকে Database বলে। . → DBMS এর পূর্ণরূপ Database Management System. . → RDBMS এর পূর্ণরূপ - Relational Database Management System. . ** DBMS কি বা কাকে বলে? উত্তর: DBMS হলো একটি প্রোগ্রাম বা সফটওয়্যার। DBMS এর পূর্ণরূপ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। DBMS দ্বারা ডাটাবেজ তৈরি করা, ডাটাবেজ পরিবর্তন করা, সংরক্ষণ করা, পরিচালনা করা, নিয়ন্ত্রণ করার কাজ করা সম্ভব। . ** ফিল্ড (Field) কি? উত্তর: রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে Field বলে। . * রেকর্ড (Record) কি? উত্তর: কতগুলো Field এর সমষ্টিকে রেকর্ড বলে। . ** ডাটাবেজের সুবিধা বা বৈশিষ্ট্য : → ডাটাবেজকে Assendung ও Decending করা যায়। → ডাটাবেজকে সর্টিং ও ইনডেক্সিং ভাবে সাজানো যায়। → সকল তথ্য সংরক্ষণ করে রাখা যায়। → ডেটা নিরাপত্তা প্রদান করা সম্ভব। → কেন্দ্রীয়ভাবে ডাটা নিয়ন্ত্রণ কর...

প্রবাদ বাক্য

★★সব ভার্সিটিতে কমপক্ষে একটা প্রশ্ন থাকবে★★ : ১, অভাবে সভাব নষ্ট- Necessity knows no law. ২, অতি চালাকের গলায় দড়ি- Too much cunning overreaches itself. ৩, অতি লোভা তাতি নষ্ট- To kill the goose that lays golden eggs./ All covet, all lost. ৪, অতি ভক্তি চোরের লক্ষন- Too much courtesy, full of craft. ৫, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট- Too many cooks spoil the broth. ৬, অস ময়ের বন্ধুই প্রকৃত বন্ধু- A friend in need is a friend indeed. ৭, অল্প বিদ্যা ভয়ংকরী- A little learning is a dangerous thing. ৮, অপচয়ে অভাব ঘটে-Waste not, want not. ৯, অন্ধকারে ঢিল মারা-Beat about the bush. ১০, অন্ধের কিবা রাত্রি কিবা দিন-Day and night are alike to a blind man. ১১, অপ্রিয় সত্য কথা বলতে নেই- Do not speak an unpleasant truth. ১২, অরণ্যে রোদন/ বৃথা চেষ্টা- Crying in the wilderness. ১৩, অর্থই অন অনর্থের মূল-Money is the root cause of all unhappiness. ১৪, অহংকার পতনের মূল-Pride geoth before destruction. ১৫, অহিংসা পরম ধর্ম-Love is the best virtue. ১৬, অসারের গর্জন তর্জন সার/খালি কলসি বাজে বে...

আমাজন বন

আমাজন অরণ্যের গুরুত্ব অনেক। পৃথিবীর ২০% অক্সিজেন আসে আমাজন থেকে। আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাশ্চার্যের একটি। এই বনের নদী বা আমাজন নদী বেশির ভাগ নদীর উৎস। এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। এছাড়া ৪৫ লাখ প্রজাতির পোকামাকড় আছে। এছাড়া ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরিসৃপ এবং ৪২৭ প্রজাতির স্তনপায়ী প্রাণী আছে। এছাড়া আমাজন নদীতে ৩০০০ প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে। উপজাতি এই বনে ৩০০শ এর বেশী উপজাতি বাস করে। তারা বেশির ভাগ ব্রাজিলীয়। এছাড়া তারা পর্তুগীজ, স্প্যানিস ইত্যাদি ভাষায় কথা বলে।এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে। এদের মধ্যে কিছু যাযাবর। এদের বহিঃ বিশ্বের সাথে তেমন যোগাযোগ নেই। ★আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। ★আমাজন বন থেকে পৃথিবীতে প্রায় ৮০ ভাগ অক্সিজেন উৎপাদন হয়। ★আমাজন বনের আয়তন ৭০ লক্ষ বর্গকিলোমিটার। ★আমাজন বনে ৩৯০ বিলিয়ন গাছ রয়েছে। ★আমাজনে ১৬০০ প্রজাতির গাছ রয়েছে।