Skip to main content

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

#অ্যানায়নের সক্রিয়তা সিরিজ
ছন্দঃ
নদীর=NO3-
শূণ্য=SO4 2-
কূলে=Cl-
বসে=Br-
আমি=I-
অসহায়=OH-
যেটির অবস্থান নিচে সেটি আগে চার্জমুক্ত হবে।



 # কিছু গুরুত্বপূর্ণ যৌগের তুল্য সংখ্যার মান:
*KMnO4=5
*K2Cr2O7=6
*KClO3,KBrO3,KIO3=6
*Cl2,Br2,I2=2
*FeCl3=1
*H2O2=2
*CuSO4=1
*FeSO4=1
*H2S=2
*H2C2O4=2
*FeC2O4=3
*Na2S2O3=1(ব্যতিক্রম )
*SO2=2
*KI=2


 # কিছু কাঁচের সংকেত:
●নীল কাঁচ:CoO
●হলুদ কাঁচ:Fe2O3
●গোলাপী কাঁচ:MnO2
●বাদামি কাঁচ:NiO2



#অক্সিএসিড সমূহের নামকরণ
অক্সিএসিড=H+O+X
X=অপর একটি তৃতীয় অধাতব মৌল
X এর জারণ মান তুলনামূলকভাবে কম হলে হাইপো আস এসিড।
X এর জারণ মান হাইপো এসিড অপেক্ষা বেশি হলে আস এসিড৷
Xএর জারণ মান আস এসিড অপেক্ষা বেশি হলে ইক এসিড।
X এর জারণ মান ইক এসিড অপেক্ষা বেশি হলে পারইক এসিড ৷
হাইপো ক্লোরাস এসিড=HClO(Cl=+1)
ক্লোরাস এসিড= HClO2(Cl=+3)
ক্লোরিক এসিড= HClO3(Cl=+5)
পারক্লোরিক এসিড= HClO4(Cl=+7)
#অর্থো/মেটা/পাইরো এসিড
#ইক এসিড =অর্থো এসিড
যাহাই ইক তাহাই অর্থো
অর্থোফসফোরিক এসিড=H3PO4
#ইক –H2O=মেটা এসিড
মেটাফসফোরিক এসিড=H3PO4-H2O=HPO3
#ইক+ইক-H20=পাইরো এসিড
পাইরোফসফোরিক এসিড=H3PO4+H3PO4-H2O=H4P2O7

Comments

Popular posts from this blog

অপরিচিতা

অপরিচিতা’                                                           রবীন্দ্রনাথ ঠাকুর ০১। ধনীর কন্যা কার পছন্দ নয়? উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। ০২। অনুপমের বন্ধুর নাম কী? উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ। ০৩। হরিশ কোথায় কাজ করে? উত্তর: হরিশ কানপুরে কাজ করে। ০৪। অনুপমের বর্তমান বয়স কত? উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর। ০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট? উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট। ০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়? উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন। ০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা। ০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। ১০।‘অপরিচিতা’ গল্পটি কোন জবানিতে লেখা? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। ১১। মেয়ের বয়স কত ছিল? উত্তর: মেয়ের বয়স ছিল পনেরো। ১২। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? উত্তর:কন্যাকে আশীর্বাদ করার জন্

লালসালু উপন্যাস

এক নজরে কিছু জ্ঞানমূলক তথ্যাবলীঃ ★লালসালুর কেন্দ্রীয় চরিত্র মজিদ ★ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে চলে ★মতিগঞ্জের উত্তরদিকে মহব্বতনগর গ্রাম ★মহব্বতনগর গ্রামের মাতব্বর রেহান আলী ★অশীতিপরায়ন বৃদ্ধ সলেমনের বাপ ★মজিদের বসবাস ছিলো গারো পাহাড়ে যা মধুপুর গড় হতে ৩ দিনের পথ ★রহিমা ঠান্ডা,ভীতু প্রকৃতির মানুষ ★গ্রামের লোকরা রহিমার অন্য সংস্করণ ★রহিমার চোখে ভয় দেখেছিলো মজিদ ★মজিদের শক্তির মূল উৎস সালুকাপড়ে আবৃত মাজারটি ★তাহের,কাদের ও রতনের বোন হাসুনির মা ★বিচারের শূরুতে মজিদ সূরা পড়ে নেয় ★ঝড় এলে হাসুনির মার হই চই করার অভ্যাস ★সকলকে মিঞা বলে সম্বোধন করে মজিদ ★মহব্বতনগর থেকে ৩ গ্রাম পরে আওয়ালপুর গ্রাম ★ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা ★আওয়ালপুরে পীরের আগমন ঘটে মাঘ মাসের শেষ দিকে ★মজিদের মুরিদরা আহত হয়ে করিমগঞ্জ হাসপাতালে যায় ★পির সাহেব কে ইবলিশ শয়তান ঘোষণা করে মজিদ ★আওয়ালপুর ও মহব্বতনগর গ্রামের মাঝে এক মস্ত তেতুল গাছ ★আমেনা বিবি শুক্রবার রোজা রাখে ★আমেনা বিবি আড়াই পাক এর পরেই মূর্ছা যায় ★হাসুনির মায়ের নাম তহু ★আমেনা বিবি ঠান্ডা,শীতল,ধর্মভীরু মানুষ ★আমেনা বিবির স্বামীর বাড়ির ন

Graph & Chart লেখার সহজ পদ্ধতি