Skip to main content

Paragraph writing Tips1

একটি Paragraph মুখস্থ করে ৩০ টি Paragraph লিখুন খুব সহজে। শূণ্যস্থানে শুধু Paragraph এর নাম বসাবেন।

List of Paragraph
1. Load shedding
2. Traffic Jam
3. Enviornment Pollution
4. Air pollution
5. Terrorism
6. Black marketing
7. Child marriage
8. Road accident
9. Hartal day
10. Drug addiction
11. Dangerous of smoking
12. Arsenic Pollution
13. Conspiracy
14. Brain-drain
15. Gambling
16. Dacoity
17.Anarchy
18. Population problem
19. Bribery
20. Black money
21. Child labour
22. Deforestation
23. Acid throwing
24. Superstition
25. Corruption
26. Political chaos
27. Women & child trafficking/torturing
28. Toll-extortion
29. Unemployement problem
30. Water polution.
,






Formula:
,
___________is a great and harmful problem in our country. It is not only a common matter for our own country but also for the other countries too. _______destroying our social peace and happiness at this time. Day by day it is going out of our control which is very
alarming for our country. Keeping this problem we can not imagine of our peace and happy life in our country. Though _______ is
very tough to remove this problem totally from the
country but we have to try at any cost to remove this problem. Without
removing this acute problem people can’t get relief. Everybody wants a good solution for this problem. Beside government should come forward to overcome this
problem. The law forces agencies should arrest
them who are creating this kind of problem. _________is possible to remove by creating public awareness. So we should be more active to get a better solution.

Comments

Popular posts from this blog

প্রবাদ বাক্য

★★সব ভার্সিটিতে কমপক্ষে একটা প্রশ্ন থাকবে★★ : ১, অভাবে সভাব নষ্ট- Necessity knows no law. ২, অতি চালাকের গলায় দড়ি- Too much cunning overreaches itself. ৩, অতি লোভা তাতি নষ্ট- To kill the goose that lays golden eggs./ All covet, all lost. ৪, অতি ভক্তি চোরের লক্ষন- Too much courtesy, full of craft. ৫, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট- Too many cooks spoil the broth. ৬, অস ময়ের বন্ধুই প্রকৃত বন্ধু- A friend in need is a friend indeed. ৭, অল্প বিদ্যা ভয়ংকরী- A little learning is a dangerous thing. ৮, অপচয়ে অভাব ঘটে-Waste not, want not. ৯, অন্ধকারে ঢিল মারা-Beat about the bush. ১০, অন্ধের কিবা রাত্রি কিবা দিন-Day and night are alike to a blind man. ১১, অপ্রিয় সত্য কথা বলতে নেই- Do not speak an unpleasant truth. ১২, অরণ্যে রোদন/ বৃথা চেষ্টা- Crying in the wilderness. ১৩, অর্থই অন অনর্থের মূল-Money is the root cause of all unhappiness. ১৪, অহংকার পতনের মূল-Pride geoth before destruction. ১৫, অহিংসা পরম ধর্ম-Love is the best virtue. ১৬, অসারের গর্জন তর্জন সার/খালি কলসি বাজে বে...

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম:: ৬ষ্ট অধ্যায়

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ````````````````````````` '''''''''''''''''''''''' * ডাটাবেজ কি বা কাকে বলে? উত্তর: পরষ্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটার সমষ্টিকে Database বলে। . → DBMS এর পূর্ণরূপ Database Management System. . → RDBMS এর পূর্ণরূপ - Relational Database Management System. . ** DBMS কি বা কাকে বলে? উত্তর: DBMS হলো একটি প্রোগ্রাম বা সফটওয়্যার। DBMS এর পূর্ণরূপ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। DBMS দ্বারা ডাটাবেজ তৈরি করা, ডাটাবেজ পরিবর্তন করা, সংরক্ষণ করা, পরিচালনা করা, নিয়ন্ত্রণ করার কাজ করা সম্ভব। . ** ফিল্ড (Field) কি? উত্তর: রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে Field বলে। . * রেকর্ড (Record) কি? উত্তর: কতগুলো Field এর সমষ্টিকে রেকর্ড বলে। . ** ডাটাবেজের সুবিধা বা বৈশিষ্ট্য : → ডাটাবেজকে Assendung ও Decending করা যায়। → ডাটাবেজকে সর্টিং ও ইনডেক্সিং ভাবে সাজানো যায়। → সকল তথ্য সংরক্ষণ করে রাখা যায়। → ডেটা নিরাপত্তা প্রদান করা সম্ভব। → কেন্দ্রীয়ভাবে ডাটা নিয়ন্ত্রণ কর...

আমাজন বন

আমাজন অরণ্যের গুরুত্ব অনেক। পৃথিবীর ২০% অক্সিজেন আসে আমাজন থেকে। আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাশ্চার্যের একটি। এই বনের নদী বা আমাজন নদী বেশির ভাগ নদীর উৎস। এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। এছাড়া ৪৫ লাখ প্রজাতির পোকামাকড় আছে। এছাড়া ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরিসৃপ এবং ৪২৭ প্রজাতির স্তনপায়ী প্রাণী আছে। এছাড়া আমাজন নদীতে ৩০০০ প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে। উপজাতি এই বনে ৩০০শ এর বেশী উপজাতি বাস করে। তারা বেশির ভাগ ব্রাজিলীয়। এছাড়া তারা পর্তুগীজ, স্প্যানিস ইত্যাদি ভাষায় কথা বলে।এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে। এদের মধ্যে কিছু যাযাবর। এদের বহিঃ বিশ্বের সাথে তেমন যোগাযোগ নেই। ★আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। ★আমাজন বন থেকে পৃথিবীতে প্রায় ৮০ ভাগ অক্সিজেন উৎপাদন হয়। ★আমাজন বনের আয়তন ৭০ লক্ষ বর্গকিলোমিটার। ★আমাজন বনে ৩৯০ বিলিয়ন গাছ রয়েছে। ★আমাজনে ১৬০০ প্রজাতির গাছ রয়েছে।