আমাজন অরণ্যের গুরুত্ব অনেক। পৃথিবীর ২০%
অক্সিজেন আসে আমাজন থেকে। আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাশ্চার্যের একটি। এই বনের নদী বা আমাজন নদী বেশির ভাগ নদীর উৎস। এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। এছাড়া ৪৫ লাখ প্রজাতির পোকামাকড় আছে। এছাড়া ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরিসৃপ এবং ৪২৭ প্রজাতির স্তনপায়ী প্রাণী আছে। এছাড়া আমাজন নদীতে ৩০০০ প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে।
উপজাতি
এই বনে ৩০০শ এর বেশী উপজাতি বাস করে। তারা বেশির ভাগ ব্রাজিলীয়। এছাড়া তারা পর্তুগীজ, স্প্যানিস ইত্যাদি ভাষায় কথা বলে।এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে। এদের মধ্যে কিছু যাযাবর। এদের বহিঃ বিশ্বের সাথে তেমন যোগাযোগ নেই।
অক্সিজেন আসে আমাজন থেকে। আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাশ্চার্যের একটি। এই বনের নদী বা আমাজন নদী বেশির ভাগ নদীর উৎস। এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। এছাড়া ৪৫ লাখ প্রজাতির পোকামাকড় আছে। এছাড়া ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরিসৃপ এবং ৪২৭ প্রজাতির স্তনপায়ী প্রাণী আছে। এছাড়া আমাজন নদীতে ৩০০০ প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে।
উপজাতি
এই বনে ৩০০শ এর বেশী উপজাতি বাস করে। তারা বেশির ভাগ ব্রাজিলীয়। এছাড়া তারা পর্তুগীজ, স্প্যানিস ইত্যাদি ভাষায় কথা বলে।এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে। এদের মধ্যে কিছু যাযাবর। এদের বহিঃ বিশ্বের সাথে তেমন যোগাযোগ নেই।
★আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
★আমাজন বন থেকে পৃথিবীতে প্রায় ৮০ ভাগ অক্সিজেন উৎপাদন হয়।
★আমাজন বনের আয়তন ৭০ লক্ষ বর্গকিলোমিটার।
★আমাজন বনে ৩৯০ বিলিয়ন গাছ রয়েছে।
★আমাজনে ১৬০০ প্রজাতির গাছ রয়েছে।
★আমাজন বন থেকে পৃথিবীতে প্রায় ৮০ ভাগ অক্সিজেন উৎপাদন হয়।
★আমাজন বনের আয়তন ৭০ লক্ষ বর্গকিলোমিটার।
★আমাজন বনে ৩৯০ বিলিয়ন গাছ রয়েছে।
★আমাজনে ১৬০০ প্রজাতির গাছ রয়েছে।
Comments
Post a Comment