Skip to main content

Summary Writting 1

Normal student[যারা কিছুই বুঝনা]তারা summary লিখবে যেভাবে:

1.তোমরা প্রথমে title লিখবে (not compulsory)
2.এরপর প্রথম লাইনটাও মোটামুটিভাবে লিখবে।
3.এরপর কি করবে জানো!!
দেখে থাকবে ওই যে passage টা নিয়ে তোমাকে summary লিখতে বলা হলো ওই passage টা দিয়েই ওই summary টার আগে একটা with /without clause থাকে।
4.ওখানে যা লিখা থাকবে একটু ব্রেইন খাটিয়ে লিখে দিবে হুবহু।
5.enough হয়ে গেলো তোমার summary এতেও মোটামুটি ভালো মার্কস আসে।কেন আসে তাও বলে দেই কারন যে with/without clause টা দেয়া থাকবে তা teacher পেপার দেখার সময় তো আর খেয়াল করে না।

Best student রা summary লিখবে যেভাবে:

1.টেক্সট ভালভাবে বুঝতে হবে
গুরুত্বপূর্ণ বাক্যগুলো চিহ্নিত করতে হবে
প্রথমে title লিখবে (not compulsory)
2.Key - Words গুলো বাছাই করতে হবে
3.গুরুত্বপূর্ণ ভাব ও বক্তব্য বাছাই করতে হবে lসর্বাধিক গুরুত্বপূর্ণ বাক্য গুলো অাগে লেখা
4.বাক্য গুলোকে simple /complex /compound এ পরিণত করা।
5.বাক্য গুলোতে বিপরীত /সমার্থক শব্দ ব্যবহার করা।
6.সব ধরনের জরিপ , তারিখ , নাম , উদ্ধৃতি মুলক বাক্য, তুলনা, মতামত ও উদাহরণ বাদ দিতে হবে। অর্থাৎ এগুলো Summary তে ব্যবহার করা যাবে না
7.summary র আকার হবে মুল বক্তব্যের তিন ভাগের এক ভাগ
8.সব সময় Present Indefinite Tense এ লেখার চেষ্টা করতে হবে। একান্ত প্রয়োজনে অন্য Tense যেমন Past Indefinite ও Future Indefinite Tense - ও ব্যবহার করা যাবে।
করে third person ব্যবহার করতে হবে।
9.কোন উদাহরণ দেওয়া যাবে না বা ব্যাখ্যা দেওয়া যাবে না
10.কোন উক্তি, প্রবাদ দেওয়া যাবে না।
11. রিপিটিশন এড়িয়ে চলতে হবে।
12.কোন সেণ্টন্স হুবহু লেখা যাবে না।
13. কমা ও and দ্বারা যুক্ত কথাগুলো
সংক্ষেপ করতে হবে।

এভাবে লিখলেই আমরা summary তে ভালো marks পেতে পারি।

Comments

Popular posts from this blog

অপরিচিতা

অপরিচিতা’                                                           রবীন্দ্রনাথ ঠাকুর ০১। ধনীর কন্যা কার পছন্দ নয়? উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। ০২। অনুপমের বন্ধুর নাম কী? উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ। ০৩। হরিশ কোথায় কাজ করে? উত্তর: হরিশ কানপুরে কাজ করে। ০৪। অনুপমের বর্তমান বয়স কত? উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর। ০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট? উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট। ০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়? উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন। ০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা। ০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। ১০।‘অপরিচিতা’ গল্পটি কোন জবানিতে লেখা? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। ১১। মেয়ের বয়স কত ছিল? উত্তর: মেয়ের বয়স ছিল পনেরো। ১২। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? উত্তর:কন্যাকে আশীর্বাদ করার জন্

লালসালু উপন্যাস

এক নজরে কিছু জ্ঞানমূলক তথ্যাবলীঃ ★লালসালুর কেন্দ্রীয় চরিত্র মজিদ ★ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে চলে ★মতিগঞ্জের উত্তরদিকে মহব্বতনগর গ্রাম ★মহব্বতনগর গ্রামের মাতব্বর রেহান আলী ★অশীতিপরায়ন বৃদ্ধ সলেমনের বাপ ★মজিদের বসবাস ছিলো গারো পাহাড়ে যা মধুপুর গড় হতে ৩ দিনের পথ ★রহিমা ঠান্ডা,ভীতু প্রকৃতির মানুষ ★গ্রামের লোকরা রহিমার অন্য সংস্করণ ★রহিমার চোখে ভয় দেখেছিলো মজিদ ★মজিদের শক্তির মূল উৎস সালুকাপড়ে আবৃত মাজারটি ★তাহের,কাদের ও রতনের বোন হাসুনির মা ★বিচারের শূরুতে মজিদ সূরা পড়ে নেয় ★ঝড় এলে হাসুনির মার হই চই করার অভ্যাস ★সকলকে মিঞা বলে সম্বোধন করে মজিদ ★মহব্বতনগর থেকে ৩ গ্রাম পরে আওয়ালপুর গ্রাম ★ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা ★আওয়ালপুরে পীরের আগমন ঘটে মাঘ মাসের শেষ দিকে ★মজিদের মুরিদরা আহত হয়ে করিমগঞ্জ হাসপাতালে যায় ★পির সাহেব কে ইবলিশ শয়তান ঘোষণা করে মজিদ ★আওয়ালপুর ও মহব্বতনগর গ্রামের মাঝে এক মস্ত তেতুল গাছ ★আমেনা বিবি শুক্রবার রোজা রাখে ★আমেনা বিবি আড়াই পাক এর পরেই মূর্ছা যায় ★হাসুনির মায়ের নাম তহু ★আমেনা বিবি ঠান্ডা,শীতল,ধর্মভীরু মানুষ ★আমেনা বিবির স্বামীর বাড়ির ন

Graph & Chart লেখার সহজ পদ্ধতি