Normal student[যারা কিছুই বুঝনা]তারা summary লিখবে যেভাবে:
1.তোমরা প্রথমে title লিখবে (not compulsory)
2.এরপর প্রথম লাইনটাও মোটামুটিভাবে লিখবে।
3.এরপর কি করবে জানো!!
দেখে থাকবে ওই যে passage টা নিয়ে তোমাকে summary লিখতে বলা হলো ওই passage টা দিয়েই ওই summary টার আগে একটা with /without clause থাকে।
4.ওখানে যা লিখা থাকবে একটু ব্রেইন খাটিয়ে লিখে দিবে হুবহু।
5.enough হয়ে গেলো তোমার summary এতেও মোটামুটি ভালো মার্কস আসে।কেন আসে তাও বলে দেই কারন যে with/without clause টা দেয়া থাকবে তা teacher পেপার দেখার সময় তো আর খেয়াল করে না।
Best student রা summary লিখবে যেভাবে:
1.টেক্সট ভালভাবে বুঝতে হবে
গুরুত্বপূর্ণ বাক্যগুলো চিহ্নিত করতে হবে
প্রথমে title লিখবে (not compulsory)
2.Key - Words গুলো বাছাই করতে হবে
3.গুরুত্বপূর্ণ ভাব ও বক্তব্য বাছাই করতে হবে lসর্বাধিক গুরুত্বপূর্ণ বাক্য গুলো অাগে লেখা
4.বাক্য গুলোকে simple /complex /compound এ পরিণত করা।
5.বাক্য গুলোতে বিপরীত /সমার্থক শব্দ ব্যবহার করা।
6.সব ধরনের জরিপ , তারিখ , নাম , উদ্ধৃতি মুলক বাক্য, তুলনা, মতামত ও উদাহরণ বাদ দিতে হবে। অর্থাৎ এগুলো Summary তে ব্যবহার করা যাবে না
7.summary র আকার হবে মুল বক্তব্যের তিন ভাগের এক ভাগ
8.সব সময় Present Indefinite Tense এ লেখার চেষ্টা করতে হবে। একান্ত প্রয়োজনে অন্য Tense যেমন Past Indefinite ও Future Indefinite Tense - ও ব্যবহার করা যাবে।
করে third person ব্যবহার করতে হবে।
9.কোন উদাহরণ দেওয়া যাবে না বা ব্যাখ্যা দেওয়া যাবে না
10.কোন উক্তি, প্রবাদ দেওয়া যাবে না।
11. রিপিটিশন এড়িয়ে চলতে হবে।
12.কোন সেণ্টন্স হুবহু লেখা যাবে না।
13. কমা ও and দ্বারা যুক্ত কথাগুলো
সংক্ষেপ করতে হবে।
এভাবে লিখলেই আমরা summary তে ভালো marks পেতে পারি।
1.তোমরা প্রথমে title লিখবে (not compulsory)
2.এরপর প্রথম লাইনটাও মোটামুটিভাবে লিখবে।
3.এরপর কি করবে জানো!!
দেখে থাকবে ওই যে passage টা নিয়ে তোমাকে summary লিখতে বলা হলো ওই passage টা দিয়েই ওই summary টার আগে একটা with /without clause থাকে।
4.ওখানে যা লিখা থাকবে একটু ব্রেইন খাটিয়ে লিখে দিবে হুবহু।
5.enough হয়ে গেলো তোমার summary এতেও মোটামুটি ভালো মার্কস আসে।কেন আসে তাও বলে দেই কারন যে with/without clause টা দেয়া থাকবে তা teacher পেপার দেখার সময় তো আর খেয়াল করে না।
Best student রা summary লিখবে যেভাবে:
1.টেক্সট ভালভাবে বুঝতে হবে
গুরুত্বপূর্ণ বাক্যগুলো চিহ্নিত করতে হবে
প্রথমে title লিখবে (not compulsory)
2.Key - Words গুলো বাছাই করতে হবে
3.গুরুত্বপূর্ণ ভাব ও বক্তব্য বাছাই করতে হবে lসর্বাধিক গুরুত্বপূর্ণ বাক্য গুলো অাগে লেখা
4.বাক্য গুলোকে simple /complex /compound এ পরিণত করা।
5.বাক্য গুলোতে বিপরীত /সমার্থক শব্দ ব্যবহার করা।
6.সব ধরনের জরিপ , তারিখ , নাম , উদ্ধৃতি মুলক বাক্য, তুলনা, মতামত ও উদাহরণ বাদ দিতে হবে। অর্থাৎ এগুলো Summary তে ব্যবহার করা যাবে না
7.summary র আকার হবে মুল বক্তব্যের তিন ভাগের এক ভাগ
8.সব সময় Present Indefinite Tense এ লেখার চেষ্টা করতে হবে। একান্ত প্রয়োজনে অন্য Tense যেমন Past Indefinite ও Future Indefinite Tense - ও ব্যবহার করা যাবে।
করে third person ব্যবহার করতে হবে।
9.কোন উদাহরণ দেওয়া যাবে না বা ব্যাখ্যা দেওয়া যাবে না
10.কোন উক্তি, প্রবাদ দেওয়া যাবে না।
11. রিপিটিশন এড়িয়ে চলতে হবে।
12.কোন সেণ্টন্স হুবহু লেখা যাবে না।
13. কমা ও and দ্বারা যুক্ত কথাগুলো
সংক্ষেপ করতে হবে।
এভাবে লিখলেই আমরা summary তে ভালো marks পেতে পারি।
Comments
Post a Comment