Skip to main content

Preposition

কেমন আছো সবাই? Preposition ; নাম শুনলেই কেমন ভয় লাগে, বিরক্তি লাগে তাইনা?তোমাদের এই কষ্ট কমানোর জন্য আজ নিয়ে এসেছি Preposition এর বেশকিছু General Use. এগুলো আয়ত্ত্ব করলে তোমাদের Prepositional পরিশ্রম অনেক কমে যাবে।
তো চলো, শুরু করা যাকঃ
-
১.বাংলা অর্থে দ্বারা, দিয়া, কতৃক, মাধ্যমে, উপায়ে বুঝাতে by বসে।
যেমনঃ We eat by hands. (আমরা হাত দিয়ে খাই)
২. এ, য়,তে, ক্ষেত্রে, দিক থেকে বুঝাতে in বসে।
যেমনঃ বয়সের দিক থেকে - in age, ঢাকায়- in Dhaka, গবেষণার ক্ষেত্রে- in Research.
৩. 'থেকে' অর্থে from বসে।
৪. 'থেকে...পর্যন্ত' অর্থে 'from...to' বসে।
৫. দুটি স্থানের যেটি বড় তার পূর্বে in এবং যেটা ছোট তার পূর্বে at বসে।
যেমনঃ He lives at Savar, in Dhaka.
৬. অধিকতর নির্দিষ্ট স্থানের আগে at বসে।
৭. Airport, University, Dawan (ভোর), Noon, Moment, Reception, Weekend, Christmas, Bus stop শব্দগুলোর পূর্বে at বসে।
৮. ঘন্টা (7 am/ seven) এর আগে at বসে।
৯. দিন বা তারিখ (Monday/ 7th March) এর আগে on বসে।
১০. Morning, Evening, Afternoon এর আগে in বসে।
১১. দিনের চেয়ে বড় সময় ( সপ্তাহ, মাস, বছর,সাল, যুগ, শতাব্দী) থাকলে তার আগে in বসে।
১২. যাতায়াত পথ বা যাতায়াত মাধ্যম, যানবাহন এর আগে by বসে।
যেমনঃ বাসে করে- by bus, স্থলপথে-by land, আকাশপথে- by air.
১৩. পায়ে হেঁটে যাওয়া বুঝাতে on foot বসে।
১৪. ঘোড়ায় চড়ে যাওয়া বুঝাতে on horse back বসে।
১৫. ঘড়িতে বুঝাতে by watch বসে।
যেমনঃ What is the time by your watch?
১৬. উল্লেখিত সময়ের পূর্বেই বুঝাতে (দীর্ঘসময়) by বসে।
যেমনঃ I will have done the work by Monday.
১৭. উপরে (স্পর্শ বা লেগে আছে) বুঝাতে on বসে।
যেমনঃ The saree on her is very expensive.
১৮. উপরে (স্পর্শ নেই বা ফাঁকা হয়ে আছে) বুঝাতে over বসে।
যেমনঃ There is a bridge over the river.
১৯. উপর দিয়ে চলে যাওয়া অর্থে over বসে।
যেমনঃ The frog jumped over the drain.
২০. আওতার বাইরে বা সাধ্যের অতিরিক্ত বুঝাতে beyond বসে।
যেমনঃ It is beyond my purchase capacity.
২১. টেলিফোনে বা মোবাইলে বুঝাতে over বসে।
যেমনঃ She is talking over telephone.
২২. কমিটিতে অন্তর্ভূক্ত বা কমিটির সদস্য বুঝাতে on committee বসে।
যেমনঃ He is on the committee.
২৩. পাশে অর্থে beside/ near/ by বসে।
যেমনঃ He sat beside me./ He sat by me. / He sat near me.
২৪. এবং, অধিকন্ত, এছাড়াও অর্থে besides বসে।
যেমনঃ I want money besides honor.
২৫. Negative বাক্যে ছাড়া/ ব্যতীত অর্থে without/ but বসে। তবে, Nobody, None, Nothing, Anything থাকলে সেখানে but ব্যবহার করতে হবে।

Comments

Popular posts from this blog

প্রবাদ বাক্য

★★সব ভার্সিটিতে কমপক্ষে একটা প্রশ্ন থাকবে★★ : ১, অভাবে সভাব নষ্ট- Necessity knows no law. ২, অতি চালাকের গলায় দড়ি- Too much cunning overreaches itself. ৩, অতি লোভা তাতি নষ্ট- To kill the goose that lays golden eggs./ All covet, all lost. ৪, অতি ভক্তি চোরের লক্ষন- Too much courtesy, full of craft. ৫, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট- Too many cooks spoil the broth. ৬, অস ময়ের বন্ধুই প্রকৃত বন্ধু- A friend in need is a friend indeed. ৭, অল্প বিদ্যা ভয়ংকরী- A little learning is a dangerous thing. ৮, অপচয়ে অভাব ঘটে-Waste not, want not. ৯, অন্ধকারে ঢিল মারা-Beat about the bush. ১০, অন্ধের কিবা রাত্রি কিবা দিন-Day and night are alike to a blind man. ১১, অপ্রিয় সত্য কথা বলতে নেই- Do not speak an unpleasant truth. ১২, অরণ্যে রোদন/ বৃথা চেষ্টা- Crying in the wilderness. ১৩, অর্থই অন অনর্থের মূল-Money is the root cause of all unhappiness. ১৪, অহংকার পতনের মূল-Pride geoth before destruction. ১৫, অহিংসা পরম ধর্ম-Love is the best virtue. ১৬, অসারের গর্জন তর্জন সার/খালি কলসি বাজে বে...

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম:: ৬ষ্ট অধ্যায়

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ````````````````````````` '''''''''''''''''''''''' * ডাটাবেজ কি বা কাকে বলে? উত্তর: পরষ্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটার সমষ্টিকে Database বলে। . → DBMS এর পূর্ণরূপ Database Management System. . → RDBMS এর পূর্ণরূপ - Relational Database Management System. . ** DBMS কি বা কাকে বলে? উত্তর: DBMS হলো একটি প্রোগ্রাম বা সফটওয়্যার। DBMS এর পূর্ণরূপ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। DBMS দ্বারা ডাটাবেজ তৈরি করা, ডাটাবেজ পরিবর্তন করা, সংরক্ষণ করা, পরিচালনা করা, নিয়ন্ত্রণ করার কাজ করা সম্ভব। . ** ফিল্ড (Field) কি? উত্তর: রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে Field বলে। . * রেকর্ড (Record) কি? উত্তর: কতগুলো Field এর সমষ্টিকে রেকর্ড বলে। . ** ডাটাবেজের সুবিধা বা বৈশিষ্ট্য : → ডাটাবেজকে Assendung ও Decending করা যায়। → ডাটাবেজকে সর্টিং ও ইনডেক্সিং ভাবে সাজানো যায়। → সকল তথ্য সংরক্ষণ করে রাখা যায়। → ডেটা নিরাপত্তা প্রদান করা সম্ভব। → কেন্দ্রীয়ভাবে ডাটা নিয়ন্ত্রণ কর...

আমাজন বন

আমাজন অরণ্যের গুরুত্ব অনেক। পৃথিবীর ২০% অক্সিজেন আসে আমাজন থেকে। আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাশ্চার্যের একটি। এই বনের নদী বা আমাজন নদী বেশির ভাগ নদীর উৎস। এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। এছাড়া ৪৫ লাখ প্রজাতির পোকামাকড় আছে। এছাড়া ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরিসৃপ এবং ৪২৭ প্রজাতির স্তনপায়ী প্রাণী আছে। এছাড়া আমাজন নদীতে ৩০০০ প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে। উপজাতি এই বনে ৩০০শ এর বেশী উপজাতি বাস করে। তারা বেশির ভাগ ব্রাজিলীয়। এছাড়া তারা পর্তুগীজ, স্প্যানিস ইত্যাদি ভাষায় কথা বলে।এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে। এদের মধ্যে কিছু যাযাবর। এদের বহিঃ বিশ্বের সাথে তেমন যোগাযোগ নেই। ★আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। ★আমাজন বন থেকে পৃথিবীতে প্রায় ৮০ ভাগ অক্সিজেন উৎপাদন হয়। ★আমাজন বনের আয়তন ৭০ লক্ষ বর্গকিলোমিটার। ★আমাজন বনে ৩৯০ বিলিয়ন গাছ রয়েছে। ★আমাজনে ১৬০০ প্রজাতির গাছ রয়েছে।