Skip to main content

Preposition

কেমন আছো সবাই? Preposition ; নাম শুনলেই কেমন ভয় লাগে, বিরক্তি লাগে তাইনা?তোমাদের এই কষ্ট কমানোর জন্য আজ নিয়ে এসেছি Preposition এর বেশকিছু General Use. এগুলো আয়ত্ত্ব করলে তোমাদের Prepositional পরিশ্রম অনেক কমে যাবে।
তো চলো, শুরু করা যাকঃ
-
১.বাংলা অর্থে দ্বারা, দিয়া, কতৃক, মাধ্যমে, উপায়ে বুঝাতে by বসে।
যেমনঃ We eat by hands. (আমরা হাত দিয়ে খাই)
২. এ, য়,তে, ক্ষেত্রে, দিক থেকে বুঝাতে in বসে।
যেমনঃ বয়সের দিক থেকে - in age, ঢাকায়- in Dhaka, গবেষণার ক্ষেত্রে- in Research.
৩. 'থেকে' অর্থে from বসে।
৪. 'থেকে...পর্যন্ত' অর্থে 'from...to' বসে।
৫. দুটি স্থানের যেটি বড় তার পূর্বে in এবং যেটা ছোট তার পূর্বে at বসে।
যেমনঃ He lives at Savar, in Dhaka.
৬. অধিকতর নির্দিষ্ট স্থানের আগে at বসে।
৭. Airport, University, Dawan (ভোর), Noon, Moment, Reception, Weekend, Christmas, Bus stop শব্দগুলোর পূর্বে at বসে।
৮. ঘন্টা (7 am/ seven) এর আগে at বসে।
৯. দিন বা তারিখ (Monday/ 7th March) এর আগে on বসে।
১০. Morning, Evening, Afternoon এর আগে in বসে।
১১. দিনের চেয়ে বড় সময় ( সপ্তাহ, মাস, বছর,সাল, যুগ, শতাব্দী) থাকলে তার আগে in বসে।
১২. যাতায়াত পথ বা যাতায়াত মাধ্যম, যানবাহন এর আগে by বসে।
যেমনঃ বাসে করে- by bus, স্থলপথে-by land, আকাশপথে- by air.
১৩. পায়ে হেঁটে যাওয়া বুঝাতে on foot বসে।
১৪. ঘোড়ায় চড়ে যাওয়া বুঝাতে on horse back বসে।
১৫. ঘড়িতে বুঝাতে by watch বসে।
যেমনঃ What is the time by your watch?
১৬. উল্লেখিত সময়ের পূর্বেই বুঝাতে (দীর্ঘসময়) by বসে।
যেমনঃ I will have done the work by Monday.
১৭. উপরে (স্পর্শ বা লেগে আছে) বুঝাতে on বসে।
যেমনঃ The saree on her is very expensive.
১৮. উপরে (স্পর্শ নেই বা ফাঁকা হয়ে আছে) বুঝাতে over বসে।
যেমনঃ There is a bridge over the river.
১৯. উপর দিয়ে চলে যাওয়া অর্থে over বসে।
যেমনঃ The frog jumped over the drain.
২০. আওতার বাইরে বা সাধ্যের অতিরিক্ত বুঝাতে beyond বসে।
যেমনঃ It is beyond my purchase capacity.
২১. টেলিফোনে বা মোবাইলে বুঝাতে over বসে।
যেমনঃ She is talking over telephone.
২২. কমিটিতে অন্তর্ভূক্ত বা কমিটির সদস্য বুঝাতে on committee বসে।
যেমনঃ He is on the committee.
২৩. পাশে অর্থে beside/ near/ by বসে।
যেমনঃ He sat beside me./ He sat by me. / He sat near me.
২৪. এবং, অধিকন্ত, এছাড়াও অর্থে besides বসে।
যেমনঃ I want money besides honor.
২৫. Negative বাক্যে ছাড়া/ ব্যতীত অর্থে without/ but বসে। তবে, Nobody, None, Nothing, Anything থাকলে সেখানে but ব্যবহার করতে হবে।

Comments

Popular posts from this blog

লালসালু উপন্যাস

এক নজরে কিছু জ্ঞানমূলক তথ্যাবলীঃ ★লালসালুর কেন্দ্রীয় চরিত্র মজিদ ★ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে চলে ★মতিগঞ্জের উত্তরদিকে মহব্বতনগর গ্রাম ★মহব্বতনগর গ্রামের মাতব্বর রেহান আলী ★অশীতিপরায়ন বৃদ্ধ সলেমনের বাপ ★মজিদের বসবাস ছিলো গারো পাহাড়ে যা মধুপুর গড় হতে ৩ দিনের পথ ★রহিমা ঠান্ডা,ভীতু প্রকৃতির মানুষ ★গ্রামের লোকরা রহিমার অন্য সংস্করণ ★রহিমার চোখে ভয় দেখেছিলো মজিদ ★মজিদের শক্তির মূল উৎস সালুকাপড়ে আবৃত মাজারটি ★তাহের,কাদের ও রতনের বোন হাসুনির মা ★বিচারের শূরুতে মজিদ সূরা পড়ে নেয় ★ঝড় এলে হাসুনির মার হই চই করার অভ্যাস ★সকলকে মিঞা বলে সম্বোধন করে মজিদ ★মহব্বতনগর থেকে ৩ গ্রাম পরে আওয়ালপুর গ্রাম ★ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা ★আওয়ালপুরে পীরের আগমন ঘটে মাঘ মাসের শেষ দিকে ★মজিদের মুরিদরা আহত হয়ে করিমগঞ্জ হাসপাতালে যায় ★পির সাহেব কে ইবলিশ শয়তান ঘোষণা করে মজিদ ★আওয়ালপুর ও মহব্বতনগর গ্রামের মাঝে এক মস্ত তেতুল গাছ ★আমেনা বিবি শুক্রবার রোজা রাখে ★আমেনা বিবি আড়াই পাক এর পরেই মূর্ছা যায় ★হাসুনির মায়ের নাম তহু ★আমেনা বিবি ঠান্ডা,শীতল,ধর্মভীরু মানুষ ★আমেনা বিবির স্বামীর বাড়ির ন...

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম:: ৬ষ্ট অধ্যায়

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ````````````````````````` '''''''''''''''''''''''' * ডাটাবেজ কি বা কাকে বলে? উত্তর: পরষ্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটার সমষ্টিকে Database বলে। . → DBMS এর পূর্ণরূপ Database Management System. . → RDBMS এর পূর্ণরূপ - Relational Database Management System. . ** DBMS কি বা কাকে বলে? উত্তর: DBMS হলো একটি প্রোগ্রাম বা সফটওয়্যার। DBMS এর পূর্ণরূপ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। DBMS দ্বারা ডাটাবেজ তৈরি করা, ডাটাবেজ পরিবর্তন করা, সংরক্ষণ করা, পরিচালনা করা, নিয়ন্ত্রণ করার কাজ করা সম্ভব। . ** ফিল্ড (Field) কি? উত্তর: রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে Field বলে। . * রেকর্ড (Record) কি? উত্তর: কতগুলো Field এর সমষ্টিকে রেকর্ড বলে। . ** ডাটাবেজের সুবিধা বা বৈশিষ্ট্য : → ডাটাবেজকে Assendung ও Decending করা যায়। → ডাটাবেজকে সর্টিং ও ইনডেক্সিং ভাবে সাজানো যায়। → সকল তথ্য সংরক্ষণ করে রাখা যায়। → ডেটা নিরাপত্তা প্রদান করা সম্ভব। → কেন্দ্রীয়ভাবে ডাটা নিয়ন্ত্রণ কর...

এইচএসসি::: english grammer এর 3 no question

পরীক্ষার্থীদের জন্য english grammer এর 3 no question এর shortcut rules নিয়ে আসলাম। shortcut rules of item 3 1.cannot যুক্ত বাক্য থাকলে let alone বসে। example:he cannot buy a new shirt let alone a jins pant.. 2.(singel) than থাকলে would rather বসে। example:i would rather die than beg. 3.তারাতারি বোঝাতে as soon as বসে। example:the teacher entered the class room as soon as,the student stood up. ৪.জন্মগ্রহন বোঝালে was born বসে।example :he was born in1979. ৫.কোনো কিছু করতে না পারাতে,,as if / as though বসে। example :he talks as if/as though he is rich man. ৬. দুইটা ড্যাস থাকলে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলেwhat does... look like বসে। ৭. প্রথমে একটা ড্যাস এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে what's if বসে। ৮.বরং এটা করা উচিত অর্থে had better বসে। example :you had better to read more for coming exam. ৯.বাধ্যবাধকতা বোঝাতে have to বসে। example :you have to finish your work. ১০.কাছের কোনকিছু বোঝাতে it এবং দুরের কোন জিনিস বোঝাতে there ব্যবহৃত হয়। example :it is/was our...