Skip to main content

বাংলা ১ম পত্র মুল বিষয় বস্তু

১.বিড়াল***-ক্ষুধার্ত ও সমাজেএ
অবহেলিতদের
প্রতি সহমর্মিতা ৷৷


২. অপরিচিতা***-যৌতুক প্রথার বিরুদ্ধে নারি পুরুষের
সম্মিলিত প্রতিরোধ ৷৷


৩.চাষার দুক্ষু- সভ্যতার মাত্রাধিক্য,
বিলাসিতা, অনুকরণ
প্রিয়তাই দারিদ্রের কারণ ৷৷


৪.আহবান***- উদার মানবিক সম্পর্ক 


৫. আমার পথ

৬.জীবন ও বৃক্ষ* - পরার্থে আত্মনিবেদন



৭.মাসি-পিসি***-পুরুষশাসিত সমাজে
স্বামী পরিত্যাক্তা
আহ্লাদীকে নিয়ে মাসি-পিষির
বুদ্ধিদীপ্ত ও সাহসী পদক্ষেপ ৷৷


৮.বায়ান্নর দিনগুলো***- ভাষা
আন্দোলনের সময়
বংগবন্ধুর আত্মজীবনী ৷৷


৯.জাদুঘরে কেন যাব? (আমি জির জীবনে
জাদুঘরে যাই নাই ও যাওয়ার দরকার নাই (নৈর্বত্তিক
আইপে খালি)


১০.রেইনকোট Must- রেইনকোট পরে নুরুল
হুদার মদ্ধ্যে উষনতা, সাহস ও দেশপ্রেম
সঞ্চার ৷৷


১১.মহাজগতিক কিউরেটর- সমাজ, পরিবেশ ও
পৃথিবিকে সম্পর্কে মানুষের উদাসীনতা ৷৷


১২.নেকলেস ***- শ্রেষ্ঠত্ব, আভিজাত্য,
কল্পনাবিলাসী আচ্ছন্ন নারীর
পরিনাম ও দারিদ্রতার দু:খ কষ্ট ও পরিশ্রম ৷৷


১৩.বিভীষণ****-দেশপ্রেম (মেঘনাথ) ও
দেশবৈরিতা (বিভীষন)


১৪.ঐকতান****-অপ্রাপ্তি ও অপুর্নতার
স্বত:স্ফুর্ত
স্বীকারক্তি ৷৷ 


১৫.সাম্যবাদী****-(কোন কথা নাই
নৈর্বত্তিক হোক
আর সৃজনশীল উত্তর একটাই)
অসাম্প্রদায়িকতা ৷৷
 

১৬. এই পৃথিবীতে -বাংলাদেশের
প্রাকৃতিক সৌন্দর্য বর্ননা!
 

১৭.তাহারই মনে পড়ে**- সৃজনশীল-
প্রকৃতিত
গতিময়তা ও বিচ্ছেদবেদিনা ৷৷
 

১৮.সেই অস্ত্র**- - ভালবাসার
প্রয়োজনীয়তা ৷৷ 


১৯.আঠারো বছর বয়স ***- বয়সন্ধিকালের
অপ্রতিরুদ্ধতা৷৷
 

২০.ফেব্রুয়ারি ১৯৬৯*- সংগ্রামী চেতনা৷৷
 

২১.আমি কিং- ব্লা ব্লা ব্লা পুর্বপুরুষ এর
সংস্কৃতির
শেকড় সন্ধান ৷৷ 


২২.নুরলদীন****-সামন্তবাদ ও সম্রাজ্যবাদ
বিরোধী কৃষক্নেতা নুরুলদীনের
সংগ্রামের ইতিহাস ৷৷
 

২৩.লোক-লোকান্তর-প্রাকৃতিক
সোন্দর্যের মাধ্যমে কবির কাবচেতনার প্রকাশ ৷
 

২৪. রক্তে আমার - নদীমাতৃক বাংলাদেশের বর্ননা

Comments

Popular posts from this blog

অপরিচিতা

অপরিচিতা’                                                           রবীন্দ্রনাথ ঠাকুর ০১। ধনীর কন্যা কার পছন্দ নয়? উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। ০২। অনুপমের বন্ধুর নাম কী? উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ। ০৩। হরিশ কোথায় কাজ করে? উত্তর: হরিশ কানপুরে কাজ করে। ০৪। অনুপমের বর্তমান বয়স কত? উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর। ০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট? উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট। ০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়? উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন। ০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা। ০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। ১০।‘অপরিচিতা’ গল্পটি কোন জবানিতে লেখা? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। ১১। মেয়ের বয়স কত ছিল? উত্তর: মেয়ের বয়স ছিল পনেরো। ১২। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? উত্তর:কন্যাকে আশীর্বাদ করার জন্

লালসালু উপন্যাস

এক নজরে কিছু জ্ঞানমূলক তথ্যাবলীঃ ★লালসালুর কেন্দ্রীয় চরিত্র মজিদ ★ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে চলে ★মতিগঞ্জের উত্তরদিকে মহব্বতনগর গ্রাম ★মহব্বতনগর গ্রামের মাতব্বর রেহান আলী ★অশীতিপরায়ন বৃদ্ধ সলেমনের বাপ ★মজিদের বসবাস ছিলো গারো পাহাড়ে যা মধুপুর গড় হতে ৩ দিনের পথ ★রহিমা ঠান্ডা,ভীতু প্রকৃতির মানুষ ★গ্রামের লোকরা রহিমার অন্য সংস্করণ ★রহিমার চোখে ভয় দেখেছিলো মজিদ ★মজিদের শক্তির মূল উৎস সালুকাপড়ে আবৃত মাজারটি ★তাহের,কাদের ও রতনের বোন হাসুনির মা ★বিচারের শূরুতে মজিদ সূরা পড়ে নেয় ★ঝড় এলে হাসুনির মার হই চই করার অভ্যাস ★সকলকে মিঞা বলে সম্বোধন করে মজিদ ★মহব্বতনগর থেকে ৩ গ্রাম পরে আওয়ালপুর গ্রাম ★ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা ★আওয়ালপুরে পীরের আগমন ঘটে মাঘ মাসের শেষ দিকে ★মজিদের মুরিদরা আহত হয়ে করিমগঞ্জ হাসপাতালে যায় ★পির সাহেব কে ইবলিশ শয়তান ঘোষণা করে মজিদ ★আওয়ালপুর ও মহব্বতনগর গ্রামের মাঝে এক মস্ত তেতুল গাছ ★আমেনা বিবি শুক্রবার রোজা রাখে ★আমেনা বিবি আড়াই পাক এর পরেই মূর্ছা যায় ★হাসুনির মায়ের নাম তহু ★আমেনা বিবি ঠান্ডা,শীতল,ধর্মভীরু মানুষ ★আমেনা বিবির স্বামীর বাড়ির ন

Graph & Chart লেখার সহজ পদ্ধতি