##লেখক_পরিচিতি##
*নাম: সুকান্ত ভট্টাচার্য
*জন্ম: ১৯২৬ সালের ১৫ আগস্ট
*পৈতৃক নিবাস: গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায়
*পিতা: নিবারণচন্দ্র ভট্টাচার্য
*মাতা: সুনীতি দেবী
*জীবনকাল: ২১ বছর
*মৃত্যু: ১৯৪৭ সালের ১৩ মে
*কাব্যগ্রন্থ: ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস,মিঠেকড়া, অভিযান, হরতাল
*সম্পাদিত কাব্যগ্রন্থ: আকাল
*ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন
* "দৈনিক স্বাধীনতা" কিশোরসভা অংশের প্রতিষ্ঠাতা
*সুকান্ত ভট্টাচার্যকে বলা হয়- কিশোর কবি
##কবিতার_উৎস##
* কবিতাটি কবির "ছাড়পত্র (১৯৪৮)" কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত
*"কবিতাটিতে কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেন
*এ বয়সের ধর্ম- আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়
*ছন্দ- মাত্রাবৃত্ত
##সংখ্যাবাচক_তথ্য##
*মোট লাইন-৩২
*আঠারো শব্দটি-৯ বার
*আঠারো বছর বয়স শব্দটি- ৭ বার
##গুরুত্বপূর্ণ_তথ্য##
*আঠারো বছর বয়স তুফান ছুটায়- পথে প্রান্তরে
*আঠারো বছর বয়সে কানে আসে- কত মন্ত্রণা
*আঠারো বছর বয়স আত্মাকে সঁপে- শপথের কোলাহলে
*এ বয়স জানে- রক্তদানের পুণ্য
*আঠারো বছর বয়স পদাঘাতে ভাঙতে চায়- পাথর বাধা
*আঠারো বছর বয়সে অহরহ উঁকি দেয়- বিরাট দুঃসাহস
*আঠারো বছর লক্ষ দীর্ঘ শ্বাসে হয় - কালো
*আঠারো বছর বয়স থরথর কাঁপে- বেদনায়
*আঠারো বছর বয়স বিপদের মুখে- অগ্রণী
*কবির প্রত্যাশা- এ দেশের বুকে আঠারো নেমে আসুক
Comments
Post a Comment