Skip to main content

লালসালু উপন্যাস

এক নজরে কিছু জ্ঞানমূলক তথ্যাবলীঃ
★লালসালুর কেন্দ্রীয় চরিত্র মজিদ
★ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে চলে
★মতিগঞ্জের উত্তরদিকে মহব্বতনগর গ্রাম
★মহব্বতনগর গ্রামের মাতব্বর রেহান আলী
★অশীতিপরায়ন বৃদ্ধ সলেমনের বাপ
★মজিদের বসবাস ছিলো গারো পাহাড়ে যা মধুপুর গড় হতে ৩ দিনের পথ
★রহিমা ঠান্ডা,ভীতু প্রকৃতির মানুষ
★গ্রামের লোকরা রহিমার অন্য সংস্করণ
★রহিমার চোখে ভয় দেখেছিলো মজিদ
★মজিদের শক্তির মূল উৎস সালুকাপড়ে আবৃত মাজারটি
★তাহের,কাদের ও রতনের বোন হাসুনির মা
★বিচারের শূরুতে মজিদ সূরা পড়ে নেয়
★ঝড় এলে হাসুনির মার হই চই করার অভ্যাস
★সকলকে মিঞা বলে সম্বোধন করে মজিদ
★মহব্বতনগর থেকে ৩ গ্রাম পরে আওয়ালপুর গ্রাম
★ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা
★আওয়ালপুরে পীরের আগমন ঘটে মাঘ মাসের শেষ দিকে
★মজিদের মুরিদরা আহত হয়ে করিমগঞ্জ হাসপাতালে যায়
★পির সাহেব কে ইবলিশ শয়তান ঘোষণা করে মজিদ
★আওয়ালপুর ও মহব্বতনগর গ্রামের মাঝে এক মস্ত তেতুল গাছ
★আমেনা বিবি শুক্রবার রোজা রাখে
★আমেনা বিবি আড়াই পাক এর পরেই মূর্ছা যায়
★হাসুনির মায়ের নাম তহু
★আমেনা বিবি ঠান্ডা,শীতল,ধর্মভীরু মানুষ
★আমেনা বিবির স্বামীর বাড়ির নিশানা তালগাছটি
★গ্রামে স্কুল করতে চায় আক্কাস
★জমিলার সন্ধ্যার মধ্যেই ঘুমের অভ্যাস
★শ্যেন দৃষ্টি মানে শিকারি পাখির মতো দৃষ্টি
★মোদাচ্ছের পীরের মাজারটি পুকুর পাড়ে ছিলো
★গারো পাহাড়েএ লোকজন ছিলো অশিক্ষিত,বর্বর
★মহব্বতনগরের কৃষকেরা ধান কাটার সময় বুক ফাটিয়ে গান করে
★মানুষের রসনা বিষাক্ত সাপের রসনা থেকেও মারাত্মক
★হাসপাতালের কম্পাউন্ডারকে মজিদ ডাক্তার ভেবেছিলো
★ধলা মিঞা তানু বিবির ভাই
★আমেনা বিবি পালকিতে করে মাজারে গিয়েছিলো
★মাজারের খরচ দেয় খালেক ব্যাপারী
★খালেক ব্যাপারী মহব্বতনগরের জোতদার
★মজিদের মনে ভাবান্তর আনে ফাগুনের দমকা হাওয়া
★ঢোলক বেজে চলেছে ডোমপাড়ায়
★জিকিরের আওয়াজে জমিলা বিচলিত হয়
★মজিদ নিজেকে কল্পিত মাজারের খাদেম হিসেবে পরিচয় দেয়
★পৌষ মাসে মজিদের ঘরে প্রচুর ধান আসে
★মজিদের আগমনে মহব্বতনগর গ্রামে চমকে দেয়
★রহিমার গলার আওয়াজ মাঠ থেকেও শোনা যায়
★লালসালু সামাজিক উপন্যাস
★জমিলাকে নাজুক শিশু বলেছে মজিদ
★মহব্বতনগর গ্রামের লোকেরা ধান ক্ষেতে নৌকা নিয়ে বেড়ায়
★লালসালু ১৯৪৮ সালে প্রকাশ পায়



 #মজিদ_: লালসালু উপন্যাসের কেন্দীয় চরিএের নাম মজিদ। এখানে মজিদ প্রতারনা ও অন্ধবিশ্বাসের প্রতীক। প্রত্যক সমাজ কিংবা দেশে এমন কিছু মানুষ থাকে,যারা অন্যের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজ সার্থকে হাসিল করে,মজিদ তেমনি একজন মানুষ, গ্রামে মিথ্যা মাজারের দোহাই দিয়ে,মানুষের অন্ধবিশ্বাসকে পুজি করে,সে আজ বিশাল সম্পদের মালিক। ঘরে প্রথম স্তী থাকা সর্তেও,সে ক্ষমতার জোরে আর একটি বিয়ে করে।
#খালেক_ব্যাপারি_: প্রত্যেক গ্রামে কিছু বিশেষ ক্ষমতাশালী লোক থাকে,যাদেরকে মাতব্বর বলা হয়। যাদের নির্দেশে গ্রামের মানুষের উতসব,অনুষ্ঠান ও বিচারসালিশ পরিচালিত হয়। খালেক ব্যাপারি তেমনি একজন লোক।
#জমিলা_: জমিলা লালসালু উপন্যাসের কেন্দ্রীয় চরিএ মজিদের দ্বিতীয় স্তী। বয়সে কিশোরী হলেও তার বাবা জোর করে পীরের সান্নিধ্য লাভের জন্য,মজিদের সাথে বিয়ে দেয় এবং মজিদও যুবতির লোভ সামলাতে না পেরে তাকে বিয়ে করে।
#রহিমা_: লালসালু উপন্যাসের কেন্দ্রীয় চরিএ মজিদের প্রথম স্তী হলো রহিমা। সে তার স্বামীকে অন্ধবিশ্বাস করে,কিন্তু তার একটাই দুঃখ,আজও মা হতে পারেনি।
#তাহের_কাদের_: তাহের ও কাদের হচ্ছে হাসুনির মায়ের দুই ভাই। তাদের পিতা মাতা খুবই ঝগড়াটে,সারাদিন তাদের মধ্যে ঝগড়া লেগে থাকে। কেউ কারে থেকে কম যায় না।
#হাসুনির_মা_: লালসালু উপন্যাসে এক অভাবী চরিএ হাসুনির মা। স্বামী মারা যাওয়ার পর থেকে সে হাসুনিকে নিয়ে বাপের বাড়ীতে থাকে। সে বাড়ি বাড়ি ধান ভাঙ্গার কাজ করে,জীবন নির্বাহ করে।

Comments

Popular posts from this blog

অপরিচিতা

অপরিচিতা’                                                           রবীন্দ্রনাথ ঠাকুর ০১। ধনীর কন্যা কার পছন্দ নয়? উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। ০২। অনুপমের বন্ধুর নাম কী? উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ। ০৩। হরিশ কোথায় কাজ করে? উত্তর: হরিশ কানপুরে কাজ করে। ০৪। অনুপমের বর্তমান বয়স কত? উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর। ০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট? উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট। ০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়? উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন। ০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা। ০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। ১০।‘অপরিচিতা’ গল্পটি কোন জবানিতে লেখা? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। ১১। মেয়ের বয়স কত ছিল? উত্তর: মেয়ের বয়স ছিল পনেরো। ১২। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? উত্তর:কন্যাকে আশীর্বাদ করার জন্

Graph & Chart লেখার সহজ পদ্ধতি