মানসম্মত একটি summary লেখার জন্যে প্রথমেই যে passage এর উপরে summary
লিখতে হবে সেই passage টি বুঝে পড়া জরুরী। বুঝে পড়তে সময় বেশি লাগে কিন্তু
পরীক্ষার হলে ততটা সময় পাওয়া যায় না। তবে কিছু কৌশল অনুসরণ করে সহজেই অল্প
সময়ের মধ্যে যেকোন passage বুঝে পড়ে summary লেখা সম্ভব।চলো দেখি কি করা
উচিত!
১.Skim the Passage: প্রথমেই text/passage টি skim করে নিতে হবে অর্থাৎ একটি সাধারণ ধারণা পাওয়ার জন্যে পুরো passage টির উপরে চোখ বুলিয়ে নাও। Skimming এর কৌশল গুলো জানা থাকলে summary writing অনেক সহজ হয়ে যাবে এবং তোমাদের সম্পূর্ণ passage টি পড়তে হবে না। তবে, passage টির গুরত্বপূর্ণ লাইনগুলো অবশ্যই পড়তে হবে। Skimming এর সময় খুব দ্রুতই passage টির subheadings গুলো দেখে নেয়া যায়। যদি passage টিতে কোন sub-heading না থাকে তবে passage টির প্রতিটি paragraph এর প্রথম লাইনটি পড়ে নিলেও passage টি সম্পর্কে একটা তড়িৎ ধারণা পাওয়া যাবে।
২.Write the First Line:Summary এর প্রথমেই লিখতে হবে যে passage টি মুলত কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। এই লাইনটা নিজের ভাষায় লিখতেই হবে কারণ এটা মুল passage এ দেয়া থাকবে না। এতে করে পরীক্ষক প্রথম লাইন পড়লেই তার একটা পজিটিভ ধারনা থাকবে যে তুমি নিজে বুঝে লিখেছো।
৩.Mark the Important Sentences: যদি তোমার English Writing এর উপর নূন্যতম দক্ষতা থাকে, তাহলে তুমি খুব সহজেই এই কৌশলটি ব্যবহার করে মানসম্মত একটি summary লিখতে পারবে। Summary লেখার উদ্দ্যেশ্যই যেহেতু কোন একটা লেখাকে সংক্ষেপিত করা, সেহেতু তোমার প্রথম লক্ষ্যই হবে passage টির অপ্রয়োজনীয় বা অধিকতর কম গুরুত্বপূর্ণ অংশ summary র বাইরে রাখা। এক্ষেত্রে, সবচেয়ে ভাল হয় যদি তুমি passage টির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যাংশগুলো গুলো চিহ্নিত করতে পারো। চিহ্নিত ববাক্যাংশ গুলোকে নিজের মত গুছিয়ে নতুনভাবে লিখতে পারলেই ভালোএকটি summary হয়ে যাবে!
৪.Rewrite the Sentences: Rewrite করার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে বাক্যের গঠন পরিবর্তন করা এবং কিছু কিছু শব্দের synonym (সমার্থক শব্দ) ব্যবহার করা। সবসময় চেষ্টা করতে হবে Simple sentence ব্যভার করার।বাক্যগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্যে transitional connectors যেমন however, moreover, therefore, thus, despite, in addition, ইত্যাদি ব্যবহার করলে summary টি আরো ভালো হবে!
৫.Use Synonyms: চিহ্নিত বাক্যাংশ গুলোর মধ্যে যেসব শব্দের synonym জানো, সেগুলো চিহ্নিত করবা এবং rewrite করার সময় ব্যবহার করবা।
৬.সামারি মূল প্যাসেজ এর ১/৩ অংশ হওয়া উচিত!
এই বিষয় গুলো মাথায় ভালো করে গেথে Summary লিখলে খুব একটা খারাপ লেখার কথা না!
১.Skim the Passage: প্রথমেই text/passage টি skim করে নিতে হবে অর্থাৎ একটি সাধারণ ধারণা পাওয়ার জন্যে পুরো passage টির উপরে চোখ বুলিয়ে নাও। Skimming এর কৌশল গুলো জানা থাকলে summary writing অনেক সহজ হয়ে যাবে এবং তোমাদের সম্পূর্ণ passage টি পড়তে হবে না। তবে, passage টির গুরত্বপূর্ণ লাইনগুলো অবশ্যই পড়তে হবে। Skimming এর সময় খুব দ্রুতই passage টির subheadings গুলো দেখে নেয়া যায়। যদি passage টিতে কোন sub-heading না থাকে তবে passage টির প্রতিটি paragraph এর প্রথম লাইনটি পড়ে নিলেও passage টি সম্পর্কে একটা তড়িৎ ধারণা পাওয়া যাবে।
২.Write the First Line:Summary এর প্রথমেই লিখতে হবে যে passage টি মুলত কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। এই লাইনটা নিজের ভাষায় লিখতেই হবে কারণ এটা মুল passage এ দেয়া থাকবে না। এতে করে পরীক্ষক প্রথম লাইন পড়লেই তার একটা পজিটিভ ধারনা থাকবে যে তুমি নিজে বুঝে লিখেছো।
৩.Mark the Important Sentences: যদি তোমার English Writing এর উপর নূন্যতম দক্ষতা থাকে, তাহলে তুমি খুব সহজেই এই কৌশলটি ব্যবহার করে মানসম্মত একটি summary লিখতে পারবে। Summary লেখার উদ্দ্যেশ্যই যেহেতু কোন একটা লেখাকে সংক্ষেপিত করা, সেহেতু তোমার প্রথম লক্ষ্যই হবে passage টির অপ্রয়োজনীয় বা অধিকতর কম গুরুত্বপূর্ণ অংশ summary র বাইরে রাখা। এক্ষেত্রে, সবচেয়ে ভাল হয় যদি তুমি passage টির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যাংশগুলো গুলো চিহ্নিত করতে পারো। চিহ্নিত ববাক্যাংশ গুলোকে নিজের মত গুছিয়ে নতুনভাবে লিখতে পারলেই ভালোএকটি summary হয়ে যাবে!
৪.Rewrite the Sentences: Rewrite করার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে বাক্যের গঠন পরিবর্তন করা এবং কিছু কিছু শব্দের synonym (সমার্থক শব্দ) ব্যবহার করা। সবসময় চেষ্টা করতে হবে Simple sentence ব্যভার করার।বাক্যগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্যে transitional connectors যেমন however, moreover, therefore, thus, despite, in addition, ইত্যাদি ব্যবহার করলে summary টি আরো ভালো হবে!
৫.Use Synonyms: চিহ্নিত বাক্যাংশ গুলোর মধ্যে যেসব শব্দের synonym জানো, সেগুলো চিহ্নিত করবা এবং rewrite করার সময় ব্যবহার করবা।
৬.সামারি মূল প্যাসেজ এর ১/৩ অংশ হওয়া উচিত!
এই বিষয় গুলো মাথায় ভালো করে গেথে Summary লিখলে খুব একটা খারাপ লেখার কথা না!
Comments
Post a Comment