Skip to main content

মাসি পিসি

লেখক পরিচিতি
নাম: মানিক বন্দ্যোপাধ্যায়
জন্ম:১৯০৮ সালের ১৯ মে
জন্মস্থল : বিহারের সাওতাল পরগনার দুমকায়
পৈতৃক নিবাস: ঢাকার বিক্রমপুরে
পিতা : হরিহর বন্দ্যোপাধ্যায়
মাতা: নীরদাসুন্দরী দেবী
পিতৃপ্রদত্ত নাম: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
ডাকনাম : মানিক
চাকরিজীবন -৩ বছর
প্রথম প্রকাশিত গল্প : অতসীমামী(১৯৩৫)
প্রথম প্রকাশিত উপন্যাস:জননী(১৯৩৫)
উপন্যাস: জননী,দিবারাত্রির কাব্য, পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা,চিহ্ন
ছোটগল্প: প্রাগৈতিহাসিক,সরীসৃপ,সমুদ্রের স্বাদ, টিকটিকি,হলুদ পোড়া, আজ কাল পরশুর গল্প, হারানের নাতজামাই
মোট ৪০ টি উপন্যাস ও ৩০০ ছোটগল্প সৃষ্টি করেছেন
মৃত্যু : ১৯৫৬ সালের ৩ রা ডিসেম্বর
মৃত্যুস্হল : কলকাতা
রচনার উৎস
*প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকার ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়( ১৯৪৬ মার্চ -এপ্রিল)
*দ্বিতীয় সংকলন পরিস্হিতি গল্পগ্রন্থ (১৯৪৬ অক্টোবর
* বর্তমান পাঠ গ্রহন ঐতিহ্য প্রকাশিত মানিক - রচনাবলী পঞ্চম খন্ড থেকে
* স্বামীর নির্মম অত্যাচারের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনী
সংখ্যাবাচক তথ্য
*সালতি দিয়ে তিনজনের মাথায় চড়ে খড় জমা হচ্ছে গাদায়
*সালতি থেকে খড় তোলার সময় সালতিতে ২ জন লোক ছিল
*কলেরায় আহ্লাদীর পরিবারের ৩ জন মারা গেছে
*আহ্লাদী ৪ মাসের গর্ভবতী
*কানাইয়ের সাথে গোকুলের ৩ জন পেয়াদা এসেছে
*ডোবার ধারে কাঠাল গাছের নিচে ৩/৪ জন ঘুপটি মেরে বসে আছে
*মাসি ঘর থেকে ১ টি বটি ও পিসি ১টি রামদার মতো কাটারি নিয়ে বের হয়
*মাসি পিসি গলা ছেড়ে ৬ জন প্রতিবেশীর নাম ধরে ডাকে
*আজ দ্বাদশী
*শুল্কপক্ষের একাদশীর উপোস রাখে মাসি পিসি
উল্লেখযোগ্য উক্তিসমূহ
*"মাসি পিসি ফিরেছে কৈলাশ"- উক্তি বুড়ো লোকের
*"ও মাসি ওগো পিসি, রাখো রাখো।খপর আছে শুনে যাও।"-উক্তি কৈলাশ
*"খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার,মোদ্দাকথাটা কি তাই কও"-উক্তি মাসি
*"লোকটা কেমন বদলে গেছে মাসি,সত্যি কথা পিসি, জগু আর সেই জগু নেই"- উক্তি কৈশাল
*"তার মেয়েটা শ্বশুরঘরে মরেছে কিছুদিন আগে"-রহমানের মেয়ে
*"জগু মোকে বলেছে,এবার সে মামলা করবে বৌ নেবার জন্য"- উক্তি কৈলাশ
*"তুইও যাবি,সোয়ামির ঘর করবি।ডরাানি,ডর কিসের"-উক্তি পিসির
*"কাছারিবাড়ি যেতে হবে একবার"-উক্তি কানাই
*"এত রাতে মেয়েনোককে কাছারিবাড়ি ডাকতে কত্তার নজ্জা করে না কানাই"-উক্তি পিসি
* "তোমাদের সাতে মোরা মেয়েনোক পারব না জানি কিন্তু দুটো একটাকে মারব জখম করব ঠিক"-উক্তি মাসি
*"কাথা কম্বলটটা চুবিয়ে রাখি জলে,কি জানি কি হয়"-উক্তি পিসি
*গায়ে জামা আছে,নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি।আটসাট থমথমে গড়ন,গোলগাল মুখ- আহ্লাদী সম্পর্কে
*ছোট অবুঝ মেয়ে,বয়সে ছোট,চেহারা ছিল অনেক বেশি রোগা- রহমানের মেয়ে সম্পর্কে
*শরীর নয়,মনটা তার কেমন করচে।নিজেকে তার ছ্যাচড়া,নোংরা,নর্দমার মতো লাগে-আহ্লাদী
গুরুত্বপূর্ণ তথ্যাদি
*শেষবেলায় খালে এখন পুরো ভাটা
*কৈলাশ বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত
*কৈলাশের ডাকে সামনের দিকে লগি পুতে মাসি পিসি সালতির গতি ঠেকায়
*আহ্লাদী সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়
*জগুর সাথে কৈলাশের চায়ের দোকানে দেকা হয়েছিল
*জগু বৌকে নেবার জন্য মামলা করবে
*শকুনেরা উড়ে এসেছে পাতাশূন্য শুকনো গাছটায়
*শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া
*আহ্লাদীর বাবা কলেরায় মারা গেছে
*বেঁচে থাকার তাগিদে কোমর বেধে মাসি পিসি হয়ে গেল একমন, একপ্রাণ
*আহ্লাদীর স্বামীর নাম জগু
*আহ্লাদীর সম্পত্তির উপর জগুর প্রচুর লোভ
*মাসির শাউড়ি,ননদ ছিল বাঘের মতো
*সরকারবাবুর সঙ্গে বাজারের তেলা নিয়ে ঝগড়া করে মাসি পিসির অর্ধেক জীবন শেষ
*রসুই চালায় ঝাঁপ এঁটে মাসি পিসি বাইরে যায়
*শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে দুইজন গতকাল
*পথের ধারে ডোবার পাশে কয়েকজন ঘাপটি মেরে বসে আছে
*আজ দ্বাদশী, জোৎস্না বেশ উজ্জ্বল
*আহ্লাদীর এক ভাই ছিল
*কানাই মাসি পিসিকে কাছারিবাড়ি যেতে বলে
*মাসি পিসির উপর আহ্লাদীর দেখাশোনার ভার পড়েছে
*দুর্ভিক্ষ কোনোরকমে ঠেকিয়েছিল আহ্লাদীর বাবা
*মাসি পিসি ছাগল বেচে ভাল মন্দ দশটা খাইয়েছিল জগুকে

Comments

  1. অসাধারণ ভালো লাগছে ধন্যবাদ

    ReplyDelete
  2. অসাধারণ।
    অনেক উপকৃত হলাম।
    ধন্যবাদ।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

অপরিচিতা

অপরিচিতা’                                                           রবীন্দ্রনাথ ঠাকুর ০১। ধনীর কন্যা কার পছন্দ নয়? উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। ০২। অনুপমের বন্ধুর নাম কী? উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ। ০৩। হরিশ কোথায় কাজ করে? উত্তর: হরিশ কানপুরে কাজ করে। ০৪। অনুপমের বর্তমান বয়স কত? উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর। ০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট? উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট। ০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়? উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন। ০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা। ০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ...

বাংলা_ভাষার_অপপ্রয়োগ_ও_শুদ্ধপ্রয়োগ

*বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে। ★বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে। . *আপনি স্বপরিবার অামন্ত্রিত। ★আপনি সপরিবার অামন্ত্রিত। . *অাবশ্যীয় ব্যায়ে কার্পন্যতা অনুচিত। ★অাবশ্যীয় ব্যায়ে কৃপণতা অনুচিত। . *উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। ★উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। . *একথা প্রমান হয়েছে। ★একথা প্রমাণিত হয়েছে। . *একের লাঠি দশের বোঝা। ★দশের লাঠি একের বোঝা। . *তারা একত্রে গমন করল। ★তারা একত্র গমন করল। . *আমার অার বাঁচিবারর স্বাধ নাই। ★আমার অার বাঁচিবারর সাধ নাই। . *গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। ★গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। . *বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ। ★বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ। . *এটা লজ্জাস্কর ব্যাপার। ★এটা লজ্জাকর ব্যাপার। . *কালিদাস বিখ্যাত কবি। ★কলীদাস বিখ্যাত কবি। . *কুপুরুষের মত কথা বলছ কেন? ★কাপুরুষের মত কথা বলছ কেন? . *গীতাঞ্জলী একখানা কাব্যগ্রন্থ। ★গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ। . *তিনি স্বস্ত্রীক কুমিল্লা বাস করেন। ★তিনি সস্ত্রীক কুমিল্লায় বাস করেন। . *তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়। ★তোমার তথ্য গ্রহনযোগ্য ন...

প্রতিবেদন লেখার নিয়ম

একটি সার্থক প্রতিবেদনের ০৬ টি অংশ হতে পারে । #প্রতিবেদনের শুরুতে সংক্ষিপ্ত প্রতিবেদন পরিচিতি থাকবে । #দ্বিতীয় প্যারাতে কল্পিত একটা দ্বিতীয় প্যারাতে কল্পিত একটা স্মারক নম্বর ব্যাবহার করা যেতে পারে এবং প্রতিবেদন রচনার কারণ ব্যাখ্যা করা যেতে পারে ।। #তৃতীয় প্যারাতে ঘটনার বিবরণ থাকবে । #চতুর্থ প্যারাতে ঘটনার কারণ উল্লেখ থাকবে । #পঞ্চম প্যারাতে ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে সে বিষয়ে কিছু পরামর্শ থাকবে । #ষষ্ঠ প্যারাতে প্রতিবেদক কী কী উপাত্ত ব্যাবহার করেছেন সে বিষয়ে একটি সংক্ষিপ্ত পরিচিতি থাকবে , অর্থাত্ তথ্যসূত্র যুক্ত থাকবে । এই ধারাবাহিকতায় প্রতিবেদন রচনা করা গেলে একজন পরীক্ষক পরীক্ষার্থীকে ভালো নম্বর প্রদানে বাধ্য হবেন । পরীক্ষার উত্তরপত্রে একজন পরীক্ষক এ ধরনের প্রতিবেদন আশা করে ধরনের প্রতিবেদন আশা করে থাকেন । . নমুনা প্রতিবেদন :০১ . পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ'- এই শিরোনামে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বরাবর একটি প্রতিবেদন লেখো। . উত্তরঃ বরাবর সচিব মহোদয় পরিবেশ ও বন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বিষয় : পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুর...