জীবন ও বৃক্ষ
মোতাহের হোসেন চৌধুরি
মোতাহের হোসেন চৌধুরি
★জীবন ও বৃক্ষ গল্পটি 'সংস্কৃতির কথা' গ্রন্থ থেকে সংকলিত।এ গল্পে তিনি জীবনের সাথে বৃক্ষ কে তুলনা করে জীবনের মানে বুঝাতে চেয়েছেন।
'
★যদিও রবিন্দ্রনাথ ঠাকুর জীবনকে নদীর সাথে তুলনা করেছেন।নদি অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সাগরের বুকে পতিত হয়।তেমনি জীবনে অনেক বাধা বিপত্তি দুর করে সামনে এগিয়ে যেতে হবে।
'
★কিন্তু মোতাহের চৌধুরী জীবনকে বৃক্ষের সাথে তুলনা করেছেন কারণ,
বৃক্ষ রস টেনে মাটি থেকে নিজেকে বড় & মোটাসোটা করে তুলেন।তারপর তাকে ফুল ফুটাতে হয়,ফল ধরাতে হয়।তারপর সেই সাধনার ফল অন্যকে দান করে স্বাথকতার উজ্জল দৃষ্টান্ত হয়ে ওঠে।আর এটাই তার প্রাপ্তি।তেমনি,
-মানুষকে সকল বাধা বিপত্তি দুর করে বড় হয়ে মানবতার কল্যাণে নিজেকে সপে দিতে হবে।তাই তিনি নদী কে নয় বৃক্ষ কে বেচে নিয়েছেন।
'
★তাছাড়া নদী সাগরে পতিত হয় এটা তার প্রাপ্তি নয় আত্মবিসর্জন।
★আরেকটা কথা হলো নদী আমাদের আশেপাশে খুব সহজে দেখা যায়না কিন্তু,
-বৃক্ষ খুব সহজেই দেখা যায়। তাই খুব সহজেই বৃক্ষ থেকে শিক্ষা গ্রহন করা যায়।
>>তাই মোতাহের চৌধুরি নদীর বদলে বৃক্ষ কে বেচে নিয়েছেন।
'
"
★তাই তিনি বৃক্ষের দিকে তাকিয়ে জীবনের তাৎপর্য উপলব্দি করতে চেয়েছেন & বলেছেন।
'
'
'
'
★গুরুত্বপুর্ণ তথ্য:-
-------------------------
১. স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি, জবরদস্তিপ্রিয় মানুষের দেবতা - অহংকার
২. জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় - বৃক্ষের দিকে তাকালে
৩. রবীন্দ্রনাথেরর মনে মমনুষ্যত্বেরর বেদনা উপলব্ধি হয়- নদীর গতিতে
৪. তপোবন প্রেমিক কে- রবীন্দ্রনাথ ঠাকুর
৫. গোপন ও নিরব সাধনা অভিব্যক্ত হয় - বৃক্ষে
৬. দোরের কাছে দাঁড়িয়ে থেকে অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে কে - বৃক্ষ
৭. "ত্রই তো সাধনার সার্থকতা " উক্তিটি - মোতাহের হোসেন চৌধুরীর
৮. সাধনার ব্যাপারে কি বড় জিনিস - প্রাপ্তি
৯. রবীন্দ্রনাথ অন্তরের সৃষ্টিকর্ম উপলব্ধি করেছেন - বৃক্ষের পানে তাকিয়ে
১০. বৃক্ষ আমাদের স্বার্থকতার গান শোনায় - নীরব ভাষায়
১১. প্রকৃতির ধর্ম কীসের মত- মানুষের ধর্মের মত
১২. তরুলতা ও জীব জন্তুর বৃদ্ধির উপর কাদের হাত নেই - মানুষের
১৩. মানুষের বৃদ্ধির উপর হাত রয়েছে - প্রকৃতির
১৪. মানুষের বৃদ্ধি কেমন- দৈহিক ও আত্মিক
১৫. মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু - সাধনা
১৬. শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না - বস্তু জিঙ্গাসা তথা
জীবন ও বৃক্ষ প্রবন্ধে কয় ধরণের অহংকারের কথা বলা হয়েছে?
ReplyDelete