Skip to main content

আহ্বান

লেখক পরিচিতি
নাম:বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
জন্ম :১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর
জন্মস্থল : পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে
পৈত্রিক নিবাস: একই জেলার ব্যারাকপুর
পিতার নাম: মহানন্দা বন্দ্যোপাধ্যায়
মাতার নাম: মৃণালিনী দেবী
পড়াশোনা: ১৯১৪-ম্যাট্রিক(১ম বিভাগ)
১৯১৬-আইএ(১ম বিভাগ)
১৯১৮-বিএ(ডিস্টিংশন)
পেশা:শিক্ষকতা
কালজয়ী যুগল উপন্যাস: পথের পাঁচালী, অপরাজিতা
উপন্যাস: দৃষ্টি প্রদীপ (১৯৩৫),আরণ্যক(১৯৩৮), দেবযান(১৯৪৪),ইছামতি(১৯৪৯)
গল্পগ্রন্থ : মেঘমল্লার(১৯৩১),মৌরিফুল(১৯৩২),যাত্রাবদল(১৯৩৪),কিন্নর দল(১৯৩৮)
মৃত্যু : ১৯৫০ সালের ১লা সেপ্টেম্বর
মৃত্যুস্হল: ঘাটশিলা
*রবীন্দ্র পুরস্কার প্রাপ্তি ইছামতি উপন্যাসের জন্য
*তার গদ্য কাব্যময় ও চিত্রাত্মক
রচনার উৎস
*গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলি
থেকে সংকলিত হয়েছে
*এটি উদার মানবিক সম্পর্কের গল্প
*উপজীব্য- দারিদ্র পীড়িত গ্রামীণ মানুষের সহজসরল জীবনধারার প্রতিফলন
গুরুত্বপূর্ণ উক্তি
*না চিনতে পেরে ডান হাত উচিয়ে তালু আড়ভাবে চোখের উপর ধরল-বুড়ি
*বেঁচে থাকো,দীর্ঘজীবী হও-চক্কোত্তী মশাই
*তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের- বুড়ি
*ও হলো জমির করাতির স্ত্রী-জ্ঞাতি খুড়ো
*কি বুড়ি, ভালো আছ?-গোপাল
*মা ওঠো,তোমার গোপালের জন্যি দুধ নিয়ে যাও-হাজরা ব্যাটার বউ
*গোপাল,যদি মরি,আমার কাফনের কাপড় তুই কিনে দিস-বুড়ি
*ওমা আজই তুমি এলে?-দিগম্বরী
*তোমায় বড্ড ভালোবাসত বুড়ি-শুকুর মিয়া
সংখ্যাবাচক তথ্য
*বুড়িকে কবর দেওয়া হয়-১২ বাজে
*বুড়ি গোপালের জন্য কচি শসার জালু -এনেছিল-২টি
*গোপাল বুড়ির কবরে মাটি দিয়েছিল- ১ কোদাল
-ঘুটি গোয়ালিনীর দুধে হলের পরিমান- অর্ধেক
রচনা সম্পর্কিত তথ্য
*গোপালের বসতবাড়িতে জঙ্গল গজানোর কারন-দীর্ঘদিন বসবাস না করা
*ঘরবাড়ি করবে না-উক্তিটি চক্কোত্তি মশায়ের
*গোপালের বাবার পুরাতন বন্ধু চক্কোত্তি মশায়
*গোপালের মাইনে কম হওয়ায় বাড়িঘর করতে চায় না
*বাজারে যাওয়ার সময় গোপালের সাথে বুড়ির দেখা হয় আম গাছের নিচে
*বুড়ির ডান হাতে নড়ি ছিল
*গোপাল এক জ্ঞাতি খুড়োর বাড়িতে উঠেছে
*বুড়ির স্বামীর নাম জমির
*জমির করাতির কাজ করতো
*আত্মীয় বলতে বুড়ির শুধু এক নাতজামাই আছে
*প্রথমদিন বুড়ি খুড়োর কাঠাল গাছের নিচে বসে ছিল
*কাজে ব্যস্ত থাকায় গোপালের বুড়ির কথা মনে পড়েনি
*২য় বার জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে গোপাল তার গ্রামের খড়ের নতুন ঘরে উঠে
*বুড়ি প্রথমবার গোপালের জন্য আম নিয়ে আসে
*বাল্যকালে মাসি পিসি মারা যাওয়ায় গোপাল আদরের সম্বোধন করার লোক পাইনি
*গোপালকে দুধ দিয়ে যায় ঘুঁটি গোয়ালিনী
*ঘুঁটি গোয়ালিনীর দেওয়া দুধে অর্ধেক জল মিশানো থাকে
*বুড়িকে মা বলে ডাকে হাজরা ব্যাটার বউ
*বুড়ির চালাঘরের পাশে হাজরা ব্যাটার বউয়ের চালাঘর
*বুড়ি গোপালের জন্য দুটি কচি শসার জালি নিয়ে আসে
*গোপালকে বসতে দেওয়ার জন্য বুড়ি নতুন খেজুর পাতার চাটাই বুনেছিল
*গোপাল বিকেলের দিকে বেড়াতে যাওয়ার পথে বুড়িকে দেখতে যায়
*আসার সময় বুড়ির পাতানো মেয়ের হাতে পথ্য ও ফলের জন্য টাকা দিয়ে আসে
*পরশু সর্দারের স্ত্রী দিগম্বরী
*বুড়ির কাফনের কাপড় কেনার জন্য *নাতজামাইকে গোপাল টাকা দিয়ে দেয়
*বেলা বারোটায় বুড়িকে মাটি দেওয়া হয়
*বনঝোপ ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন গাছের নিচে বুড়িকে মাটি দেওয়া হয়
*গোপালের সঙ্গ পড়ত-আবেদালি
*আবেদালির ছেলের নাম গনি
*বুড়ির কবর খুড়ে দুটি জোয়ান ছেলে
*গোপাল বুড়ির কবরে এক কোদাল মাটি দেয়
*গোপালকে বুড়ির মৃত্যুর খবর দেয় দিগম্বরী
*মাথায় মলিন বালিশ দিয়ে বুড়ি মাদুরের উপর শুয়ে ছিল
*গোপালকে দেওয়ার জন্য বুড়িকে দুধ দিয়ে যায় হাজরা ব্যাটার বউ
*গোপাল বুড়ির আনা দুধের দাম দিতে চায়
*বুড়ি ও গোপালের সম্পর্ক উদার মানবিক
*আহ্বান শব্দটির সঠিক উচ্চারণ আওভান
*গল্পে উল্লেখিত ঋতুর নাম-হেমন্ত,শরত
মাসের নাম-আশ্বিন ,জ্যৈষ্ঠ
*গোপাল সর্বশেষ গ্রামে আসে- শরতের ছুটিতে

Comments

Popular posts from this blog

অপরিচিতা

অপরিচিতা’                                                           রবীন্দ্রনাথ ঠাকুর ০১। ধনীর কন্যা কার পছন্দ নয়? উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। ০২। অনুপমের বন্ধুর নাম কী? উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ। ০৩। হরিশ কোথায় কাজ করে? উত্তর: হরিশ কানপুরে কাজ করে। ০৪। অনুপমের বর্তমান বয়স কত? উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর। ০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট? উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট। ০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়? উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন। ০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা। ০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। ১০।‘অপরিচিতা’ গল্পটি কোন জবানিতে লেখা? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। ১১। মেয়ের বয়স কত ছিল? উত্তর: মেয়ের বয়স ছিল পনেরো। ১২। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? উত্তর:কন্যাকে আশীর্বাদ করার জন্

লালসালু উপন্যাস

এক নজরে কিছু জ্ঞানমূলক তথ্যাবলীঃ ★লালসালুর কেন্দ্রীয় চরিত্র মজিদ ★ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে চলে ★মতিগঞ্জের উত্তরদিকে মহব্বতনগর গ্রাম ★মহব্বতনগর গ্রামের মাতব্বর রেহান আলী ★অশীতিপরায়ন বৃদ্ধ সলেমনের বাপ ★মজিদের বসবাস ছিলো গারো পাহাড়ে যা মধুপুর গড় হতে ৩ দিনের পথ ★রহিমা ঠান্ডা,ভীতু প্রকৃতির মানুষ ★গ্রামের লোকরা রহিমার অন্য সংস্করণ ★রহিমার চোখে ভয় দেখেছিলো মজিদ ★মজিদের শক্তির মূল উৎস সালুকাপড়ে আবৃত মাজারটি ★তাহের,কাদের ও রতনের বোন হাসুনির মা ★বিচারের শূরুতে মজিদ সূরা পড়ে নেয় ★ঝড় এলে হাসুনির মার হই চই করার অভ্যাস ★সকলকে মিঞা বলে সম্বোধন করে মজিদ ★মহব্বতনগর থেকে ৩ গ্রাম পরে আওয়ালপুর গ্রাম ★ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা ★আওয়ালপুরে পীরের আগমন ঘটে মাঘ মাসের শেষ দিকে ★মজিদের মুরিদরা আহত হয়ে করিমগঞ্জ হাসপাতালে যায় ★পির সাহেব কে ইবলিশ শয়তান ঘোষণা করে মজিদ ★আওয়ালপুর ও মহব্বতনগর গ্রামের মাঝে এক মস্ত তেতুল গাছ ★আমেনা বিবি শুক্রবার রোজা রাখে ★আমেনা বিবি আড়াই পাক এর পরেই মূর্ছা যায় ★হাসুনির মায়ের নাম তহু ★আমেনা বিবি ঠান্ডা,শীতল,ধর্মভীরু মানুষ ★আমেনা বিবির স্বামীর বাড়ির ন

Graph & Chart লেখার সহজ পদ্ধতি