Skip to main content

আহ্বান

লেখক পরিচিতি
নাম:বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
জন্ম :১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর
জন্মস্থল : পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে
পৈত্রিক নিবাস: একই জেলার ব্যারাকপুর
পিতার নাম: মহানন্দা বন্দ্যোপাধ্যায়
মাতার নাম: মৃণালিনী দেবী
পড়াশোনা: ১৯১৪-ম্যাট্রিক(১ম বিভাগ)
১৯১৬-আইএ(১ম বিভাগ)
১৯১৮-বিএ(ডিস্টিংশন)
পেশা:শিক্ষকতা
কালজয়ী যুগল উপন্যাস: পথের পাঁচালী, অপরাজিতা
উপন্যাস: দৃষ্টি প্রদীপ (১৯৩৫),আরণ্যক(১৯৩৮), দেবযান(১৯৪৪),ইছামতি(১৯৪৯)
গল্পগ্রন্থ : মেঘমল্লার(১৯৩১),মৌরিফুল(১৯৩২),যাত্রাবদল(১৯৩৪),কিন্নর দল(১৯৩৮)
মৃত্যু : ১৯৫০ সালের ১লা সেপ্টেম্বর
মৃত্যুস্হল: ঘাটশিলা
*রবীন্দ্র পুরস্কার প্রাপ্তি ইছামতি উপন্যাসের জন্য
*তার গদ্য কাব্যময় ও চিত্রাত্মক
রচনার উৎস
*গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলি
থেকে সংকলিত হয়েছে
*এটি উদার মানবিক সম্পর্কের গল্প
*উপজীব্য- দারিদ্র পীড়িত গ্রামীণ মানুষের সহজসরল জীবনধারার প্রতিফলন
গুরুত্বপূর্ণ উক্তি
*না চিনতে পেরে ডান হাত উচিয়ে তালু আড়ভাবে চোখের উপর ধরল-বুড়ি
*বেঁচে থাকো,দীর্ঘজীবী হও-চক্কোত্তী মশাই
*তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের- বুড়ি
*ও হলো জমির করাতির স্ত্রী-জ্ঞাতি খুড়ো
*কি বুড়ি, ভালো আছ?-গোপাল
*মা ওঠো,তোমার গোপালের জন্যি দুধ নিয়ে যাও-হাজরা ব্যাটার বউ
*গোপাল,যদি মরি,আমার কাফনের কাপড় তুই কিনে দিস-বুড়ি
*ওমা আজই তুমি এলে?-দিগম্বরী
*তোমায় বড্ড ভালোবাসত বুড়ি-শুকুর মিয়া
সংখ্যাবাচক তথ্য
*বুড়িকে কবর দেওয়া হয়-১২ বাজে
*বুড়ি গোপালের জন্য কচি শসার জালু -এনেছিল-২টি
*গোপাল বুড়ির কবরে মাটি দিয়েছিল- ১ কোদাল
-ঘুটি গোয়ালিনীর দুধে হলের পরিমান- অর্ধেক
রচনা সম্পর্কিত তথ্য
*গোপালের বসতবাড়িতে জঙ্গল গজানোর কারন-দীর্ঘদিন বসবাস না করা
*ঘরবাড়ি করবে না-উক্তিটি চক্কোত্তি মশায়ের
*গোপালের বাবার পুরাতন বন্ধু চক্কোত্তি মশায়
*গোপালের মাইনে কম হওয়ায় বাড়িঘর করতে চায় না
*বাজারে যাওয়ার সময় গোপালের সাথে বুড়ির দেখা হয় আম গাছের নিচে
*বুড়ির ডান হাতে নড়ি ছিল
*গোপাল এক জ্ঞাতি খুড়োর বাড়িতে উঠেছে
*বুড়ির স্বামীর নাম জমির
*জমির করাতির কাজ করতো
*আত্মীয় বলতে বুড়ির শুধু এক নাতজামাই আছে
*প্রথমদিন বুড়ি খুড়োর কাঠাল গাছের নিচে বসে ছিল
*কাজে ব্যস্ত থাকায় গোপালের বুড়ির কথা মনে পড়েনি
*২য় বার জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে গোপাল তার গ্রামের খড়ের নতুন ঘরে উঠে
*বুড়ি প্রথমবার গোপালের জন্য আম নিয়ে আসে
*বাল্যকালে মাসি পিসি মারা যাওয়ায় গোপাল আদরের সম্বোধন করার লোক পাইনি
*গোপালকে দুধ দিয়ে যায় ঘুঁটি গোয়ালিনী
*ঘুঁটি গোয়ালিনীর দেওয়া দুধে অর্ধেক জল মিশানো থাকে
*বুড়িকে মা বলে ডাকে হাজরা ব্যাটার বউ
*বুড়ির চালাঘরের পাশে হাজরা ব্যাটার বউয়ের চালাঘর
*বুড়ি গোপালের জন্য দুটি কচি শসার জালি নিয়ে আসে
*গোপালকে বসতে দেওয়ার জন্য বুড়ি নতুন খেজুর পাতার চাটাই বুনেছিল
*গোপাল বিকেলের দিকে বেড়াতে যাওয়ার পথে বুড়িকে দেখতে যায়
*আসার সময় বুড়ির পাতানো মেয়ের হাতে পথ্য ও ফলের জন্য টাকা দিয়ে আসে
*পরশু সর্দারের স্ত্রী দিগম্বরী
*বুড়ির কাফনের কাপড় কেনার জন্য *নাতজামাইকে গোপাল টাকা দিয়ে দেয়
*বেলা বারোটায় বুড়িকে মাটি দেওয়া হয়
*বনঝোপ ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন গাছের নিচে বুড়িকে মাটি দেওয়া হয়
*গোপালের সঙ্গ পড়ত-আবেদালি
*আবেদালির ছেলের নাম গনি
*বুড়ির কবর খুড়ে দুটি জোয়ান ছেলে
*গোপাল বুড়ির কবরে এক কোদাল মাটি দেয়
*গোপালকে বুড়ির মৃত্যুর খবর দেয় দিগম্বরী
*মাথায় মলিন বালিশ দিয়ে বুড়ি মাদুরের উপর শুয়ে ছিল
*গোপালকে দেওয়ার জন্য বুড়িকে দুধ দিয়ে যায় হাজরা ব্যাটার বউ
*গোপাল বুড়ির আনা দুধের দাম দিতে চায়
*বুড়ি ও গোপালের সম্পর্ক উদার মানবিক
*আহ্বান শব্দটির সঠিক উচ্চারণ আওভান
*গল্পে উল্লেখিত ঋতুর নাম-হেমন্ত,শরত
মাসের নাম-আশ্বিন ,জ্যৈষ্ঠ
*গোপাল সর্বশেষ গ্রামে আসে- শরতের ছুটিতে

Comments

Popular posts from this blog

অপরিচিতা

অপরিচিতা’                                                           রবীন্দ্রনাথ ঠাকুর ০১। ধনীর কন্যা কার পছন্দ নয়? উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। ০২। অনুপমের বন্ধুর নাম কী? উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ। ০৩। হরিশ কোথায় কাজ করে? উত্তর: হরিশ কানপুরে কাজ করে। ০৪। অনুপমের বর্তমান বয়স কত? উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর। ০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট? উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট। ০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়? উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন। ০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা। ০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ...

বাংলা_ভাষার_অপপ্রয়োগ_ও_শুদ্ধপ্রয়োগ

*বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে। ★বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে। . *আপনি স্বপরিবার অামন্ত্রিত। ★আপনি সপরিবার অামন্ত্রিত। . *অাবশ্যীয় ব্যায়ে কার্পন্যতা অনুচিত। ★অাবশ্যীয় ব্যায়ে কৃপণতা অনুচিত। . *উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। ★উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। . *একথা প্রমান হয়েছে। ★একথা প্রমাণিত হয়েছে। . *একের লাঠি দশের বোঝা। ★দশের লাঠি একের বোঝা। . *তারা একত্রে গমন করল। ★তারা একত্র গমন করল। . *আমার অার বাঁচিবারর স্বাধ নাই। ★আমার অার বাঁচিবারর সাধ নাই। . *গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। ★গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। . *বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ। ★বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ। . *এটা লজ্জাস্কর ব্যাপার। ★এটা লজ্জাকর ব্যাপার। . *কালিদাস বিখ্যাত কবি। ★কলীদাস বিখ্যাত কবি। . *কুপুরুষের মত কথা বলছ কেন? ★কাপুরুষের মত কথা বলছ কেন? . *গীতাঞ্জলী একখানা কাব্যগ্রন্থ। ★গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ। . *তিনি স্বস্ত্রীক কুমিল্লা বাস করেন। ★তিনি সস্ত্রীক কুমিল্লায় বাস করেন। . *তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়। ★তোমার তথ্য গ্রহনযোগ্য ন...

প্রতিবেদন লেখার নিয়ম

একটি সার্থক প্রতিবেদনের ০৬ টি অংশ হতে পারে । #প্রতিবেদনের শুরুতে সংক্ষিপ্ত প্রতিবেদন পরিচিতি থাকবে । #দ্বিতীয় প্যারাতে কল্পিত একটা দ্বিতীয় প্যারাতে কল্পিত একটা স্মারক নম্বর ব্যাবহার করা যেতে পারে এবং প্রতিবেদন রচনার কারণ ব্যাখ্যা করা যেতে পারে ।। #তৃতীয় প্যারাতে ঘটনার বিবরণ থাকবে । #চতুর্থ প্যারাতে ঘটনার কারণ উল্লেখ থাকবে । #পঞ্চম প্যারাতে ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে সে বিষয়ে কিছু পরামর্শ থাকবে । #ষষ্ঠ প্যারাতে প্রতিবেদক কী কী উপাত্ত ব্যাবহার করেছেন সে বিষয়ে একটি সংক্ষিপ্ত পরিচিতি থাকবে , অর্থাত্ তথ্যসূত্র যুক্ত থাকবে । এই ধারাবাহিকতায় প্রতিবেদন রচনা করা গেলে একজন পরীক্ষক পরীক্ষার্থীকে ভালো নম্বর প্রদানে বাধ্য হবেন । পরীক্ষার উত্তরপত্রে একজন পরীক্ষক এ ধরনের প্রতিবেদন আশা করে ধরনের প্রতিবেদন আশা করে থাকেন । . নমুনা প্রতিবেদন :০১ . পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ'- এই শিরোনামে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বরাবর একটি প্রতিবেদন লেখো। . উত্তরঃ বরাবর সচিব মহোদয় পরিবেশ ও বন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বিষয় : পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুর...