Skip to main content

গুরুত্বপূর্ণ ১০০ টি GK

২-১ টি প্রশ্ন কমন পাবেন এখান থেকে।
★★★পরীক্ষায় আসার মতো
০১. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল - ০৫ বছর।
০২. "বাঙ্গালী " নদীটি যে জেলায় অবস্থিত - বগুড়া।
০৩. নোবেল পুরুষ্কারের প্রচলন শুরু হয় - ১৯০১ সাল থেকে।
০৪. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে - মালাক্কা প্রণালি।
০৫. G-7 এর সদস্য দেশ - ০৭ টি ( কানাডা, ইতালি, ফ্রান্স, জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য)।
০৬. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কাল - ০৪ বছর।
০৭. দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন - মিরসরাই, চট্টগ্রাম (প্রস্তাবিত)।
০৮. "তত্ত্বাবধায়ক সরকার" ব্যবস্থা বিলুপ্ত হয় - ১৫ তম সংশোধনীতে।
০৯. "World Bank" এর অফিসিয়াল নাম - IBRD.
১০. কমনওয়েলথ এর বর্তমান সদস্য - ৫৩ টি।
১১. জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বে - ৮ম।
১২. বিশ্বের যে দেশে সর্বপ্রথম FM RADIO চালু হয় - USA.
১৩. দেশের ১ম "উপজেলা অ্যাপস" চালু হয় - খাগড়াছড়িতে।
১৪. দেশের ৫৯তম তফসিলভুক্ত ব্যাংক - Police Community Bank.
১৫. পোশাক ও বস্ত্র রপ্তানীতে বাংলাদেশ - ২য়; আমদানীতে - ৪র্থ।
১৬. SDG এর মেয়াদকাল - ২০১৬-২০৩০ (১৫ বছর).
১৭. ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম - Mass Rapid Transit.
১৮. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল - " প্লাস্টিক দূষণকে পরাজিত করি "।
১৯. " Road Transport Act-2018" অনুযায়ী, বেপরোয়া গাড়ি চালানোর দায়ে হত্যাকান্ড সংঘটিত হলে সর্বোচ্চ শাস্তি - ০৫ বছরের জেল।
২০. বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন - আর্ল রবার্ট মিলার।
২১. ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে - কৃষি খাতে।
২২. মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠে - ইরাকে।
২৩. ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত - ম্যাকমোহন লাইন।
২৪. লুভর জাদুঘর - প্যারিসে।
২৫. প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন - অটোভন বিসমার্ক।
২৬. কসোভোর রাজধানী - প্রিস্টিনা।
২৭. বলকান রাষ্ট্র বলতে বোঝায় - দক্ষিণপূর্ব ইউরোপ।
২৮. জুলু উপজাতিরা বাস করে - দক্ষিণ আফ্রিকায়।
২৯. "I have a dream" উক্তিটি - মার্টিন লুথার কিংয়ের।
৩০. বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ - চীন।
৩১. পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি - NPT.
৩২. "নাইন- ড্যাস- লাইন" কোন দেশের সাথে সম্পৃক্ত - চীন।
৩৩. রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় - ১৯৮২ সালে।
৩৪. আফ্রিকার যে দেশে চীনের সামরিক ঘাটি রয়েছে - জিবুতি।
৩৫. কোন চুক্তির মাধ্যমে ১ম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে - ভার্সাই চুক্তি।
৩৬. " সিয়াচেন হিমবাহ " কোথায় - কাশ্মীর।
৩৭. "ANZUS" যে ধরনের জোট - সামরিক।
৩৮. উত্তর কোরিয়ার নেতা, কিম জন উনের রাজনৈতিক দলের নাম - ওয়ার্কাস পার্টি।
৩৯. " ট্রুম্যান ডকট্রিন" যে দেশের বিরুদ্ধে প্রয়োগ করা হয় - রাশিয়া।
৪০. কোন সম্মেলনে কৃষি, জলবায়ু ও জেন্ডার ইস্যু নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে - COP23.
৪১. সোভিয়েত ইউনিয়ন থেকে যে দেশ সর্বপ্রথম স্বাধীনতা লাভ করে - এস্তোনিয়া।
৪২. যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের সদস্য সংখ্যা - ৬৫০ জন।
৪৩. মহাত্মা গান্ধী আফ্রিকার কৃষ্ণাঙ্গদের নিয়ে যে আন্দোলনের ডাক দেন - সত্যাগ্রহ আন্দোলন।
৪৪. বিশ্বে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ - কাতার।
৪৫. "বুর্জোয়া " শ্রেণী বলতে বুঝায় - পুজিবাদি শ্রেণী।
৪৬. স্থলবেষ্টিত দেশ - লাওস।
৪৭. নেপালের সর্বশেষ রাজা ছিলেন - জ্ঞানেন্দ্র।
৪৮. "বেলফোর" ঘোষণা যে রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে জড়িত - ইসরায়েল।
৪৯. "পানমুনজাম" হচ্ছে - দুই কোরিয়ার মধ্যেবর্তী একটি গ্রাম।
৫০. " তিয়েনআনমেন" স্কোয়ার অবস্থিত - বেইজিংয়ে।
৫১. ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্টের নাম - রদ্রিগো দুতার্তে।
৫২. গ্রিনল্যান্ডের মালিকানা যে দেশের - ডেনমার্ক।
৫৩. ডোকলাম সীমান্ত নিয়ে বিরোধ - চীন- ভারতের।
৫৪. ব্লাক ফরেস্ট যে দেশে অবস্থিত - জার্মানি।
৫৫. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের রাজনৈতিক দলের নাম - কনজারভেটিভ পার্টি
৫৬. কাতালন সংকটের সাথে জড়িত - স্পেন।
৫৭. কোন দেশের লিখিত সংবিধান নেই - যুক্তরাজ্য।
৫৮. যে দেশটি Horn of Africa তে অবস্থিত - ইরিত্রিয়া।
৫৯. আলেকজান্দ্রিয়া বন্দর অবস্থিত - মিশরে
৬০. সেনকাকু দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে - চীন ও জাপানের।
৬১. "৫ম ড্রাগনের দেশ" বলা হয় - তাইওয়ান কে।
৬২. সুইজারল্যান্ডের প্রাচীন নাম - হেলভেশিয়া।
৬৩. "Champion of the Earth " পুরষ্কার প্রদান করে যে সংস্থা - UNEP.
৬৪. ইন্দোনেশিয়ায় যে দেশের উপনিবেশ ছিল - নেদারল্যান্ডসের

৬৫. ইসরায়েলের আইনসভার নাম - নেসেট।
৬৬. আল আকসা মসজিদ - জেরুজালেমে।
৬৭. আরব বসন্তের সূচনা হয় - তিউনিসিয়ায়।
৬৮. NATO এর বর্তমান সদস্য - ২৯ টি।
৬৯. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী - কার্বন ডাই অক্সাইড।
৭০. বাংলাদেশের সাথে বন্দী বিনিময় চুক্তি চালু রয়েছে যে দেশের - থাইল্যান্ড।
৭১. ক্রিমিয়া পূর্বে যে দেশের অংশ ছিল - ইউক্রেন।
৭২. ডোনাল্ড ট্রাম্প - ৪৫তম প্রেসিডেন্ট।
৭৩. ভুটানের মুদ্রা - গুলট্রাম।
৭৪. পুজিবাদের বিপরীত মতাদর্শ - সাম্যবাদ।
৭৫. সর্ববৃহৎ গনতান্ত্রিক দেশ - ভারত।
৭৬. চীনে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে - ১৯৪৯ সালে
৭৭. সমুদ্র সমতল থেকে উচ্চতার হিসেবে সবচেয়ে নিচু দেশ - মালদ্বীপ।
৭৮. যে চুক্তির ফলে হংকং কে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা করা হয় - নানকিং।
৭৯. দুই ভিয়েতনাম একত্র হয় - ১৯৭৬ সালে।
৮০. কার প্রবর্তিত মতবাদ ফ্যাসিজম নামে খ্যাত - বেনিতো মুসোলিনি।
৮১. সম্প্রতি ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে যে দেশটি বেরিয়ে এসেছে - যুক্তরাষ্ট্র।
৮২. ম্যান্ডেলা দিবস - ১৮ জুলাই।
৮৩. ভারতের সেভেন সিস্টার্সের অন্তভূক্ত নয় যে রাজ্য - কেরালা।
৮৪. "code nepolion" এর লক্ষ্য - বিচারের সমতা প্রতিষ্ঠা।
৮৫. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ১ম আফ্রিকান দেশ - সেনেগাল।
৮৬. জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল - কার্টাগেনা প্রটোকল।
৮৭. ইন্টারপোলের সদর দপ্তর - লিও।
৮৮. সনোরা লাইন সীমান্ত - যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
৮৯. গুয়ানতানামাবো বন্দিশালা - কিউবায়।
৯০. ডোভার প্রণালী - ফ্রান্স ও ইংল্যান্ডকে পৃথক করেছে।
৯১. ব্লাক ক্যাট যে দেশের কমান্ডো বাহিনী - ভারত।
৯২. AP যে দেশের সংবাদসংস্থা - যুক্তরাষ্ট্র।
৯৩. নুরেমবার্গ আদালত যে যুদ্ধের সাথে সম্পর্কিত - দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
৯৪. যে দেশ সর্বপ্রথম জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করেছে - যুক্তরাষ্ট্রে।
৯৫. CTBT স্বাক্ষরকারি দেশ - ৩৬ টি।
৯৬. দিনেমার উপজাতিরা বাস করে - ডেনমার্কে।
৯৭. " Social Contract " বইটির লেখক - রুশো।
৯৮. গ্রিনভেল্ট মুভমেন্ট হচ্ছে - বনায়ন কর্মসূচী।
৯৯. গোল্ড কোস্ট যে দেশের পূর্ব নাম - ঘানা।
১০০. জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ২০২০ সাল থেকে, প্রতি বছর কত বিলিয়ন ডলার সহায়তা প্রদান করার কথা বলা হয়েছে
- ১০০ বিলিয়ন ডলার

Comments

Popular posts from this blog

লালসালু উপন্যাস

এক নজরে কিছু জ্ঞানমূলক তথ্যাবলীঃ ★লালসালুর কেন্দ্রীয় চরিত্র মজিদ ★ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে চলে ★মতিগঞ্জের উত্তরদিকে মহব্বতনগর গ্রাম ★মহব্বতনগর গ্রামের মাতব্বর রেহান আলী ★অশীতিপরায়ন বৃদ্ধ সলেমনের বাপ ★মজিদের বসবাস ছিলো গারো পাহাড়ে যা মধুপুর গড় হতে ৩ দিনের পথ ★রহিমা ঠান্ডা,ভীতু প্রকৃতির মানুষ ★গ্রামের লোকরা রহিমার অন্য সংস্করণ ★রহিমার চোখে ভয় দেখেছিলো মজিদ ★মজিদের শক্তির মূল উৎস সালুকাপড়ে আবৃত মাজারটি ★তাহের,কাদের ও রতনের বোন হাসুনির মা ★বিচারের শূরুতে মজিদ সূরা পড়ে নেয় ★ঝড় এলে হাসুনির মার হই চই করার অভ্যাস ★সকলকে মিঞা বলে সম্বোধন করে মজিদ ★মহব্বতনগর থেকে ৩ গ্রাম পরে আওয়ালপুর গ্রাম ★ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা ★আওয়ালপুরে পীরের আগমন ঘটে মাঘ মাসের শেষ দিকে ★মজিদের মুরিদরা আহত হয়ে করিমগঞ্জ হাসপাতালে যায় ★পির সাহেব কে ইবলিশ শয়তান ঘোষণা করে মজিদ ★আওয়ালপুর ও মহব্বতনগর গ্রামের মাঝে এক মস্ত তেতুল গাছ ★আমেনা বিবি শুক্রবার রোজা রাখে ★আমেনা বিবি আড়াই পাক এর পরেই মূর্ছা যায় ★হাসুনির মায়ের নাম তহু ★আমেনা বিবি ঠান্ডা,শীতল,ধর্মভীরু মানুষ ★আমেনা বিবির স্বামীর বাড়ির ন...

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম:: ৬ষ্ট অধ্যায়

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ````````````````````````` '''''''''''''''''''''''' * ডাটাবেজ কি বা কাকে বলে? উত্তর: পরষ্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটার সমষ্টিকে Database বলে। . → DBMS এর পূর্ণরূপ Database Management System. . → RDBMS এর পূর্ণরূপ - Relational Database Management System. . ** DBMS কি বা কাকে বলে? উত্তর: DBMS হলো একটি প্রোগ্রাম বা সফটওয়্যার। DBMS এর পূর্ণরূপ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। DBMS দ্বারা ডাটাবেজ তৈরি করা, ডাটাবেজ পরিবর্তন করা, সংরক্ষণ করা, পরিচালনা করা, নিয়ন্ত্রণ করার কাজ করা সম্ভব। . ** ফিল্ড (Field) কি? উত্তর: রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে Field বলে। . * রেকর্ড (Record) কি? উত্তর: কতগুলো Field এর সমষ্টিকে রেকর্ড বলে। . ** ডাটাবেজের সুবিধা বা বৈশিষ্ট্য : → ডাটাবেজকে Assendung ও Decending করা যায়। → ডাটাবেজকে সর্টিং ও ইনডেক্সিং ভাবে সাজানো যায়। → সকল তথ্য সংরক্ষণ করে রাখা যায়। → ডেটা নিরাপত্তা প্রদান করা সম্ভব। → কেন্দ্রীয়ভাবে ডাটা নিয়ন্ত্রণ কর...

এইচএসসি::: english grammer এর 3 no question

পরীক্ষার্থীদের জন্য english grammer এর 3 no question এর shortcut rules নিয়ে আসলাম। shortcut rules of item 3 1.cannot যুক্ত বাক্য থাকলে let alone বসে। example:he cannot buy a new shirt let alone a jins pant.. 2.(singel) than থাকলে would rather বসে। example:i would rather die than beg. 3.তারাতারি বোঝাতে as soon as বসে। example:the teacher entered the class room as soon as,the student stood up. ৪.জন্মগ্রহন বোঝালে was born বসে।example :he was born in1979. ৫.কোনো কিছু করতে না পারাতে,,as if / as though বসে। example :he talks as if/as though he is rich man. ৬. দুইটা ড্যাস থাকলে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলেwhat does... look like বসে। ৭. প্রথমে একটা ড্যাস এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে what's if বসে। ৮.বরং এটা করা উচিত অর্থে had better বসে। example :you had better to read more for coming exam. ৯.বাধ্যবাধকতা বোঝাতে have to বসে। example :you have to finish your work. ১০.কাছের কোনকিছু বোঝাতে it এবং দুরের কোন জিনিস বোঝাতে there ব্যবহৃত হয়। example :it is/was our...