Skip to main content

গুরুত্বপূর্ণ ১০০ টি GK

২-১ টি প্রশ্ন কমন পাবেন এখান থেকে।
★★★পরীক্ষায় আসার মতো
০১. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল - ০৫ বছর।
০২. "বাঙ্গালী " নদীটি যে জেলায় অবস্থিত - বগুড়া।
০৩. নোবেল পুরুষ্কারের প্রচলন শুরু হয় - ১৯০১ সাল থেকে।
০৪. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে - মালাক্কা প্রণালি।
০৫. G-7 এর সদস্য দেশ - ০৭ টি ( কানাডা, ইতালি, ফ্রান্স, জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য)।
০৬. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কাল - ০৪ বছর।
০৭. দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন - মিরসরাই, চট্টগ্রাম (প্রস্তাবিত)।
০৮. "তত্ত্বাবধায়ক সরকার" ব্যবস্থা বিলুপ্ত হয় - ১৫ তম সংশোধনীতে।
০৯. "World Bank" এর অফিসিয়াল নাম - IBRD.
১০. কমনওয়েলথ এর বর্তমান সদস্য - ৫৩ টি।
১১. জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বে - ৮ম।
১২. বিশ্বের যে দেশে সর্বপ্রথম FM RADIO চালু হয় - USA.
১৩. দেশের ১ম "উপজেলা অ্যাপস" চালু হয় - খাগড়াছড়িতে।
১৪. দেশের ৫৯তম তফসিলভুক্ত ব্যাংক - Police Community Bank.
১৫. পোশাক ও বস্ত্র রপ্তানীতে বাংলাদেশ - ২য়; আমদানীতে - ৪র্থ।
১৬. SDG এর মেয়াদকাল - ২০১৬-২০৩০ (১৫ বছর).
১৭. ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম - Mass Rapid Transit.
১৮. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল - " প্লাস্টিক দূষণকে পরাজিত করি "।
১৯. " Road Transport Act-2018" অনুযায়ী, বেপরোয়া গাড়ি চালানোর দায়ে হত্যাকান্ড সংঘটিত হলে সর্বোচ্চ শাস্তি - ০৫ বছরের জেল।
২০. বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন - আর্ল রবার্ট মিলার।
২১. ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে - কৃষি খাতে।
২২. মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠে - ইরাকে।
২৩. ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত - ম্যাকমোহন লাইন।
২৪. লুভর জাদুঘর - প্যারিসে।
২৫. প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন - অটোভন বিসমার্ক।
২৬. কসোভোর রাজধানী - প্রিস্টিনা।
২৭. বলকান রাষ্ট্র বলতে বোঝায় - দক্ষিণপূর্ব ইউরোপ।
২৮. জুলু উপজাতিরা বাস করে - দক্ষিণ আফ্রিকায়।
২৯. "I have a dream" উক্তিটি - মার্টিন লুথার কিংয়ের।
৩০. বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ - চীন।
৩১. পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি - NPT.
৩২. "নাইন- ড্যাস- লাইন" কোন দেশের সাথে সম্পৃক্ত - চীন।
৩৩. রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় - ১৯৮২ সালে।
৩৪. আফ্রিকার যে দেশে চীনের সামরিক ঘাটি রয়েছে - জিবুতি।
৩৫. কোন চুক্তির মাধ্যমে ১ম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে - ভার্সাই চুক্তি।
৩৬. " সিয়াচেন হিমবাহ " কোথায় - কাশ্মীর।
৩৭. "ANZUS" যে ধরনের জোট - সামরিক।
৩৮. উত্তর কোরিয়ার নেতা, কিম জন উনের রাজনৈতিক দলের নাম - ওয়ার্কাস পার্টি।
৩৯. " ট্রুম্যান ডকট্রিন" যে দেশের বিরুদ্ধে প্রয়োগ করা হয় - রাশিয়া।
৪০. কোন সম্মেলনে কৃষি, জলবায়ু ও জেন্ডার ইস্যু নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে - COP23.
৪১. সোভিয়েত ইউনিয়ন থেকে যে দেশ সর্বপ্রথম স্বাধীনতা লাভ করে - এস্তোনিয়া।
৪২. যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের সদস্য সংখ্যা - ৬৫০ জন।
৪৩. মহাত্মা গান্ধী আফ্রিকার কৃষ্ণাঙ্গদের নিয়ে যে আন্দোলনের ডাক দেন - সত্যাগ্রহ আন্দোলন।
৪৪. বিশ্বে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ - কাতার।
৪৫. "বুর্জোয়া " শ্রেণী বলতে বুঝায় - পুজিবাদি শ্রেণী।
৪৬. স্থলবেষ্টিত দেশ - লাওস।
৪৭. নেপালের সর্বশেষ রাজা ছিলেন - জ্ঞানেন্দ্র।
৪৮. "বেলফোর" ঘোষণা যে রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে জড়িত - ইসরায়েল।
৪৯. "পানমুনজাম" হচ্ছে - দুই কোরিয়ার মধ্যেবর্তী একটি গ্রাম।
৫০. " তিয়েনআনমেন" স্কোয়ার অবস্থিত - বেইজিংয়ে।
৫১. ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্টের নাম - রদ্রিগো দুতার্তে।
৫২. গ্রিনল্যান্ডের মালিকানা যে দেশের - ডেনমার্ক।
৫৩. ডোকলাম সীমান্ত নিয়ে বিরোধ - চীন- ভারতের।
৫৪. ব্লাক ফরেস্ট যে দেশে অবস্থিত - জার্মানি।
৫৫. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের রাজনৈতিক দলের নাম - কনজারভেটিভ পার্টি
৫৬. কাতালন সংকটের সাথে জড়িত - স্পেন।
৫৭. কোন দেশের লিখিত সংবিধান নেই - যুক্তরাজ্য।
৫৮. যে দেশটি Horn of Africa তে অবস্থিত - ইরিত্রিয়া।
৫৯. আলেকজান্দ্রিয়া বন্দর অবস্থিত - মিশরে
৬০. সেনকাকু দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে - চীন ও জাপানের।
৬১. "৫ম ড্রাগনের দেশ" বলা হয় - তাইওয়ান কে।
৬২. সুইজারল্যান্ডের প্রাচীন নাম - হেলভেশিয়া।
৬৩. "Champion of the Earth " পুরষ্কার প্রদান করে যে সংস্থা - UNEP.
৬৪. ইন্দোনেশিয়ায় যে দেশের উপনিবেশ ছিল - নেদারল্যান্ডসের

৬৫. ইসরায়েলের আইনসভার নাম - নেসেট।
৬৬. আল আকসা মসজিদ - জেরুজালেমে।
৬৭. আরব বসন্তের সূচনা হয় - তিউনিসিয়ায়।
৬৮. NATO এর বর্তমান সদস্য - ২৯ টি।
৬৯. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী - কার্বন ডাই অক্সাইড।
৭০. বাংলাদেশের সাথে বন্দী বিনিময় চুক্তি চালু রয়েছে যে দেশের - থাইল্যান্ড।
৭১. ক্রিমিয়া পূর্বে যে দেশের অংশ ছিল - ইউক্রেন।
৭২. ডোনাল্ড ট্রাম্প - ৪৫তম প্রেসিডেন্ট।
৭৩. ভুটানের মুদ্রা - গুলট্রাম।
৭৪. পুজিবাদের বিপরীত মতাদর্শ - সাম্যবাদ।
৭৫. সর্ববৃহৎ গনতান্ত্রিক দেশ - ভারত।
৭৬. চীনে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে - ১৯৪৯ সালে
৭৭. সমুদ্র সমতল থেকে উচ্চতার হিসেবে সবচেয়ে নিচু দেশ - মালদ্বীপ।
৭৮. যে চুক্তির ফলে হংকং কে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা করা হয় - নানকিং।
৭৯. দুই ভিয়েতনাম একত্র হয় - ১৯৭৬ সালে।
৮০. কার প্রবর্তিত মতবাদ ফ্যাসিজম নামে খ্যাত - বেনিতো মুসোলিনি।
৮১. সম্প্রতি ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে যে দেশটি বেরিয়ে এসেছে - যুক্তরাষ্ট্র।
৮২. ম্যান্ডেলা দিবস - ১৮ জুলাই।
৮৩. ভারতের সেভেন সিস্টার্সের অন্তভূক্ত নয় যে রাজ্য - কেরালা।
৮৪. "code nepolion" এর লক্ষ্য - বিচারের সমতা প্রতিষ্ঠা।
৮৫. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ১ম আফ্রিকান দেশ - সেনেগাল।
৮৬. জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল - কার্টাগেনা প্রটোকল।
৮৭. ইন্টারপোলের সদর দপ্তর - লিও।
৮৮. সনোরা লাইন সীমান্ত - যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
৮৯. গুয়ানতানামাবো বন্দিশালা - কিউবায়।
৯০. ডোভার প্রণালী - ফ্রান্স ও ইংল্যান্ডকে পৃথক করেছে।
৯১. ব্লাক ক্যাট যে দেশের কমান্ডো বাহিনী - ভারত।
৯২. AP যে দেশের সংবাদসংস্থা - যুক্তরাষ্ট্র।
৯৩. নুরেমবার্গ আদালত যে যুদ্ধের সাথে সম্পর্কিত - দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
৯৪. যে দেশ সর্বপ্রথম জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করেছে - যুক্তরাষ্ট্রে।
৯৫. CTBT স্বাক্ষরকারি দেশ - ৩৬ টি।
৯৬. দিনেমার উপজাতিরা বাস করে - ডেনমার্কে।
৯৭. " Social Contract " বইটির লেখক - রুশো।
৯৮. গ্রিনভেল্ট মুভমেন্ট হচ্ছে - বনায়ন কর্মসূচী।
৯৯. গোল্ড কোস্ট যে দেশের পূর্ব নাম - ঘানা।
১০০. জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ২০২০ সাল থেকে, প্রতি বছর কত বিলিয়ন ডলার সহায়তা প্রদান করার কথা বলা হয়েছে
- ১০০ বিলিয়ন ডলার

Comments

Popular posts from this blog

অপরিচিতা

অপরিচিতা’                                                           রবীন্দ্রনাথ ঠাকুর ০১। ধনীর কন্যা কার পছন্দ নয়? উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। ০২। অনুপমের বন্ধুর নাম কী? উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ। ০৩। হরিশ কোথায় কাজ করে? উত্তর: হরিশ কানপুরে কাজ করে। ০৪। অনুপমের বর্তমান বয়স কত? উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর। ০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট? উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট। ০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়? উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন। ০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা। ০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। ১০।‘অপরিচিতা’ গল্পটি কোন জবানিতে লেখা? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। ১১। মেয়ের বয়স কত ছিল? উত্তর: মেয়ের বয়স ছিল পনেরো। ১২। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? উত্তর:কন্যাকে আশীর্বাদ করার জন্

লালসালু উপন্যাস

এক নজরে কিছু জ্ঞানমূলক তথ্যাবলীঃ ★লালসালুর কেন্দ্রীয় চরিত্র মজিদ ★ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে চলে ★মতিগঞ্জের উত্তরদিকে মহব্বতনগর গ্রাম ★মহব্বতনগর গ্রামের মাতব্বর রেহান আলী ★অশীতিপরায়ন বৃদ্ধ সলেমনের বাপ ★মজিদের বসবাস ছিলো গারো পাহাড়ে যা মধুপুর গড় হতে ৩ দিনের পথ ★রহিমা ঠান্ডা,ভীতু প্রকৃতির মানুষ ★গ্রামের লোকরা রহিমার অন্য সংস্করণ ★রহিমার চোখে ভয় দেখেছিলো মজিদ ★মজিদের শক্তির মূল উৎস সালুকাপড়ে আবৃত মাজারটি ★তাহের,কাদের ও রতনের বোন হাসুনির মা ★বিচারের শূরুতে মজিদ সূরা পড়ে নেয় ★ঝড় এলে হাসুনির মার হই চই করার অভ্যাস ★সকলকে মিঞা বলে সম্বোধন করে মজিদ ★মহব্বতনগর থেকে ৩ গ্রাম পরে আওয়ালপুর গ্রাম ★ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা ★আওয়ালপুরে পীরের আগমন ঘটে মাঘ মাসের শেষ দিকে ★মজিদের মুরিদরা আহত হয়ে করিমগঞ্জ হাসপাতালে যায় ★পির সাহেব কে ইবলিশ শয়তান ঘোষণা করে মজিদ ★আওয়ালপুর ও মহব্বতনগর গ্রামের মাঝে এক মস্ত তেতুল গাছ ★আমেনা বিবি শুক্রবার রোজা রাখে ★আমেনা বিবি আড়াই পাক এর পরেই মূর্ছা যায় ★হাসুনির মায়ের নাম তহু ★আমেনা বিবি ঠান্ডা,শীতল,ধর্মভীরু মানুষ ★আমেনা বিবির স্বামীর বাড়ির ন

Graph & Chart লেখার সহজ পদ্ধতি