Skip to main content

Grammar: Modifier 1

Modifier এক আতঙ্কের নাম। HSC তে modifier নিয়ে সমস্যায় পরে নি এমন student খুজে পাওয়া কঠিন। আজকের এই পোস্ট যদি কেউ মনোযোগ দিয়ে & নোট করে পড়ে তাহলে modifier পানি হয়ে যাবে। ৬-৭ টা হবেই। vocabulary তে দক্ষ হলে আরও বেশি হবে। modifier এ যাওয়ার আগে একটু basic grammar নিয়ে আলোচনা করি তাহলে modifier বুঝতে সহজ হবে।

১) সাধারনত Adjective, Noun এর পূর্বে বসে। খাটি বাংলায় বলতে গেলে Adjective মানে পাম মারা, কাকে পাম মারা?? noun কে। অর্থ্যাৎ দোষ, গুন, সংখ্যা ইত্যাদি প্রকাশ করা।
example : Bristy is a cute girl.
এখানো girl কে পাম মারতেছে cute, সুতরাং এখানে cute "Adjective."

২) সাধারনত Adverb, Noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায় বসতে পারে। অর্থ্যাৎ verb এর আগে, পরে, noun এর পরে, এমনকি Adverb এর পরও Adverb বসতে পারে। সহজ কথায় Noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায়।
example : He laughs loudly.
এখানে "loughs" verb এর পর "loudly" Adverb বসে verb কে জোর দিচ্ছে মানে modify করছে।



★Modifier কী???
যে word বা phrase(শব্দগুচ্ছ) কোন noun বা verb এর আগে পরে বসে ঐ noun বা verb কে modify করে
অর্থ্যাৎ, ঐ noun বা verb সম্পর্কে তথ্য প্রদান করে তাকে modifier বলে।


****Specific uses of Modifier:
★ Pre modify the noun : pre অর্থ পূর্বে। noun এর পূর্বে কী বসে?? উপরে বলছিলাম মনে আছে?? Adjective বসে। তাই pre modify the noun থাকলে Adjective হবে।
example : Rakib was a...........( pre modify the noun) poet.
এখানে adjective বসবে মানে পাম মারতে হবে, মানে। famous/ noble হবে।
★pre modify the Adjective/Verb/Adverb: উপরে কি বলছিলাম মনে আছে??? Noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায় Adverb বসে। তাই pre modify the
Adjective/Verb/Adverb থাকলে Adverb হবে।
example : She..........(pre modifythe verb) got idea.
এখানে Adverb হবে, অর্থ্যাৎ verb কে জোর দিতে modify করতে হবে। suddenly /quickly হবে।
★post modify the Adjective/Verb/Adverb: post
অর্থ পরে। আগের মতোই noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায়Adverb বসে।
example : Arif can write......( post modify the verb)
আগের মতোই Adverb হবে,verb কে modify করবে। তাই quickly /beautifully হবে।
নোট করে নিতে পারো:
**pre modify the noun→ Adjective.
**pre modify the adjective/verb/Adverb→ Adverb.
**post modify the Adjective/verb/Adverb→ Adverb.


*****pre modify the noun with...............
★possessive → my, him, her, their, our,its (sentence এর subject টি pronoun এর যে ফর্ম এ থাকবে sentence এর possessive adjective টি একই ফর্ম এ হবে) কি বুঝ নাই?? example দিলে ক্লিয়ার হবে।
example: You can not complete........(pre modify the noun with possessive) studies.
এখানে sentence এর subject You. You er possessive ফর্ম your. তাই your হবে।
★Gerund→ (verb+ing)
★Infinitive→ (To + V1)
★present participle→( verb+ ing)
★past participle→V3
★ Demostrative →this,that( singular noun এর পূর্বে) these, those(plural noun এর পূর্বে)
example: She found..........(use a demostrative
to pre modify the noun) jug too heavy.
এখানে যেহুতু jug singular তাই this হবে।
★phrase → A group of word that contains no verb
★Appositive→ A group of word that must reflect the Noun/pronoun
★Intensifier→very
★Quantifier→some,few,many( countable noun)
some, much,little( uncountable noun)
example :they have................ (use quantifier pre modify the noun) money.
এখানে money uncountable noun তাই much হবে।

Comments

Popular posts from this blog

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম:: ৬ষ্ট অধ্যায়

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ````````````````````````` '''''''''''''''''''''''' * ডাটাবেজ কি বা কাকে বলে? উত্তর: পরষ্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটার সমষ্টিকে Database বলে। . → DBMS এর পূর্ণরূপ Database Management System. . → RDBMS এর পূর্ণরূপ - Relational Database Management System. . ** DBMS কি বা কাকে বলে? উত্তর: DBMS হলো একটি প্রোগ্রাম বা সফটওয়্যার। DBMS এর পূর্ণরূপ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। DBMS দ্বারা ডাটাবেজ তৈরি করা, ডাটাবেজ পরিবর্তন করা, সংরক্ষণ করা, পরিচালনা করা, নিয়ন্ত্রণ করার কাজ করা সম্ভব। . ** ফিল্ড (Field) কি? উত্তর: রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে Field বলে। . * রেকর্ড (Record) কি? উত্তর: কতগুলো Field এর সমষ্টিকে রেকর্ড বলে। . ** ডাটাবেজের সুবিধা বা বৈশিষ্ট্য : → ডাটাবেজকে Assendung ও Decending করা যায়। → ডাটাবেজকে সর্টিং ও ইনডেক্সিং ভাবে সাজানো যায়। → সকল তথ্য সংরক্ষণ করে রাখা যায়। → ডেটা নিরাপত্তা প্রদান করা সম্ভব। → কেন্দ্রীয়ভাবে ডাটা নিয়ন্ত্রণ কর...

প্রবাদ বাক্য

★★সব ভার্সিটিতে কমপক্ষে একটা প্রশ্ন থাকবে★★ : ১, অভাবে সভাব নষ্ট- Necessity knows no law. ২, অতি চালাকের গলায় দড়ি- Too much cunning overreaches itself. ৩, অতি লোভা তাতি নষ্ট- To kill the goose that lays golden eggs./ All covet, all lost. ৪, অতি ভক্তি চোরের লক্ষন- Too much courtesy, full of craft. ৫, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট- Too many cooks spoil the broth. ৬, অস ময়ের বন্ধুই প্রকৃত বন্ধু- A friend in need is a friend indeed. ৭, অল্প বিদ্যা ভয়ংকরী- A little learning is a dangerous thing. ৮, অপচয়ে অভাব ঘটে-Waste not, want not. ৯, অন্ধকারে ঢিল মারা-Beat about the bush. ১০, অন্ধের কিবা রাত্রি কিবা দিন-Day and night are alike to a blind man. ১১, অপ্রিয় সত্য কথা বলতে নেই- Do not speak an unpleasant truth. ১২, অরণ্যে রোদন/ বৃথা চেষ্টা- Crying in the wilderness. ১৩, অর্থই অন অনর্থের মূল-Money is the root cause of all unhappiness. ১৪, অহংকার পতনের মূল-Pride geoth before destruction. ১৫, অহিংসা পরম ধর্ম-Love is the best virtue. ১৬, অসারের গর্জন তর্জন সার/খালি কলসি বাজে বে...

আমাজন বন

আমাজন অরণ্যের গুরুত্ব অনেক। পৃথিবীর ২০% অক্সিজেন আসে আমাজন থেকে। আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাশ্চার্যের একটি। এই বনের নদী বা আমাজন নদী বেশির ভাগ নদীর উৎস। এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। এছাড়া ৪৫ লাখ প্রজাতির পোকামাকড় আছে। এছাড়া ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরিসৃপ এবং ৪২৭ প্রজাতির স্তনপায়ী প্রাণী আছে। এছাড়া আমাজন নদীতে ৩০০০ প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে। উপজাতি এই বনে ৩০০শ এর বেশী উপজাতি বাস করে। তারা বেশির ভাগ ব্রাজিলীয়। এছাড়া তারা পর্তুগীজ, স্প্যানিস ইত্যাদি ভাষায় কথা বলে।এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে। এদের মধ্যে কিছু যাযাবর। এদের বহিঃ বিশ্বের সাথে তেমন যোগাযোগ নেই। ★আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। ★আমাজন বন থেকে পৃথিবীতে প্রায় ৮০ ভাগ অক্সিজেন উৎপাদন হয়। ★আমাজন বনের আয়তন ৭০ লক্ষ বর্গকিলোমিটার। ★আমাজন বনে ৩৯০ বিলিয়ন গাছ রয়েছে। ★আমাজনে ১৬০০ প্রজাতির গাছ রয়েছে।