অপরিচিতা’
রবীন্দ্রনাথ ঠাকুর০১। ধনীর কন্যা কার পছন্দ নয়?
উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়।
০২। অনুপমের বন্ধুর নাম কী?
উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ।
০৩। হরিশ কোথায় কাজ করে?
উত্তর: হরিশ কানপুরে কাজ করে।
০৪। অনুপমের বর্তমান বয়স কত?
উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর।
০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট?
উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট।
০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়?
উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়,
যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে।
০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন।
০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা।
০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়।
১০।‘অপরিচিতা’ গল্পটি কোন জবানিতে লেখা?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা।
১১। মেয়ের বয়স কত ছিল?
উত্তর: মেয়ের বয়স ছিল পনেরো।
১২। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?
উত্তর:কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদাকে পাঠানো হলো।
১৩।কার ভাষা অত্যন্ত আঁঁট।
উত্তর: বিনুদার ভাষা অত্যন্ত আঁঁট।
১৪। বিবাহের কত পূর্বে অনুপমকে আশীর্বাদ করা হয়?
উত্তর: বিবাহের তিন দিন পূর্বে অনুপমকে আশীর্বাদ করা হয়।
১৫। কে বড়ই চুপচাপ ছিল?
উত্তর: শম্ভুনাথ বাবু বড়ই চুপচাপ ছিল।
১৬। কে গহনাগুলো যাচাই করতে বলল?
উত্তর: অনুপমের মামা গহনাগুলো যাচাই করতে বলল।
১৭। গহনাগুলো মধ্যে একজোড়া কী ছিল?
উত্তর: গহনাগুলোর মধ্যে একজোড়া এয়ারিং ছিল।
১৮। কার মুখ লাল হয়ে উঠল?
উত্তর: মামার মুখ লাল হয়ে উঠল।
১৯। মেয়েটিকে কার ফটোগ্রাফ দেখানো হয়েছিল?
উত্তর: মেয়েটিকে অনুপমের ফটোগ্রাফ দেখানো হয়েছিল।
২০। মাকে নিয়ে অনুপম কোথায় চলল?
উত্তর: অনুপম মাকে নিয়ে তীর্থে চলল
Comments
Post a Comment