Skip to main content

ফেব্রুয়ারি_১৯৬৯


##লেখক_পরিচিতি##
*নাম: শামসুর রাহমান
*জন্ম: ১৯২৯ সালের ২৪ অক্টোবর
*পৈতৃক নিবাস: নরসিংদী জেলার পাহাড়তলি
গ্রাম
*পিতা: মুখলেসুর রহমান চৌধুরী
*মাতা: আমেনা বেগম
*পড়াশোনা: ১) ১৯৪৫ সালে ঢাকার পোগোজ স্কুল থেকে প্রবেশিকা
২) ১৯৪৭ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট
৩) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ
*১৯৪৭ সালে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয়
*আজীবন নিষ্ঠার সাথে কাব্য রচনায় নিয়োজিত ছিলেন
*কবিতার বৈশিষ্ট্য: নগর জীবনের যন্ত্রণা ও একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন
*কাব্য সংকলন: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, বুক তার বাংলাদেশের হৃদয়, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার।
*মৃত্যু: ২০০৬ সালের ১৭ আগস্ট
*কর্মজীবন: ১)১৯৫৭ সালে দৈনিক মনিং এজ এ সাংবাদিকতা
২) ১৯৬৪ সালে দৈনিক পাকিস্তান ( পরে দৈনিক বাংলা) পত্রিকায় যোগদান

##কবিতার_উৎস##
* কবিতাটি কবির "নিজ বাসভূমে" কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত
*"ফেব্রুয়ারি ১৯৬৯" সংগ্রামী চেতনা, দেশপ্রেম ও গণজাগরণের কবিতা
*কবিতাটি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত
*কবিতাটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পকর্ম
*কবিতায় দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে।
*ছন্দ- গদ্য
##সংখ্যাবাচক_তথ্য##
*মোট লাইন-২৮
*সালাম শব্দটি-৪ বার
*বরকত শব্দটি- ২ বার
*কৃষ্ণচূড়া শব্দটি-২ বার
*রং শব্দটি- ৬ বার
##গুরুত্বপূর্ণ_তথ্য##
*কৃষ্ণচূড়া আবার ফুটেছে- থরে থরে শহরের পথে
*শহীদের রক্তের বুদবুদ মনে হয়- কৃষ্ণচূড়াকে
*আমাদের চেতনার রং- একুশের কৃষ্ণচূড়া
*কৃষ্ণচূড়ার বিপরীত রং মানুষের মনে আনে- সন্ত্রাস
*বিপরীত রঙে ছেয়ে গেছে- পথঘাট
*সারাদেশ এখন - ঘাতকের অশুভ আস্তানা
*দিনরাত বহু মানুষ ভূলুণ্ঠিত হচ্ছে- ঘাতকের আস্তানায়
*ভূলুণ্ঠিতরা আছে- মরা, আধমরা অবস্থায়
*তছনছ হচ্ছে- কমলবন, মানবিক বাগান
*শূন্যে ফ্লাগ তুলে ধরেন- সালাম
*ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে- বরকত
*সালামের চোখে আজ আলোচিত- ঢাকা
*সালামের মুখে- তরুণ শ্যামল পূর্ব বাংলা
*নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝড়ে- সালামের হাতে
*বরকতের উচ্চারণ- গাঢ়
*মায়ের অশ্রুজলে - ফোটে ফুল
*ফুল ফোটে- বাস্তবের বিশাল চত্বরে
*হৃদয় উপত্যকা- হরিৎ

Comments

Popular posts from this blog

অপরিচিতা

অপরিচিতা’                                                           রবীন্দ্রনাথ ঠাকুর ০১। ধনীর কন্যা কার পছন্দ নয়? উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। ০২। অনুপমের বন্ধুর নাম কী? উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ। ০৩। হরিশ কোথায় কাজ করে? উত্তর: হরিশ কানপুরে কাজ করে। ০৪। অনুপমের বর্তমান বয়স কত? উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর। ০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট? উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট। ০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়? উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন। ০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা। ০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ...

বাংলা_ভাষার_অপপ্রয়োগ_ও_শুদ্ধপ্রয়োগ

*বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে। ★বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে। . *আপনি স্বপরিবার অামন্ত্রিত। ★আপনি সপরিবার অামন্ত্রিত। . *অাবশ্যীয় ব্যায়ে কার্পন্যতা অনুচিত। ★অাবশ্যীয় ব্যায়ে কৃপণতা অনুচিত। . *উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। ★উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। . *একথা প্রমান হয়েছে। ★একথা প্রমাণিত হয়েছে। . *একের লাঠি দশের বোঝা। ★দশের লাঠি একের বোঝা। . *তারা একত্রে গমন করল। ★তারা একত্র গমন করল। . *আমার অার বাঁচিবারর স্বাধ নাই। ★আমার অার বাঁচিবারর সাধ নাই। . *গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। ★গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। . *বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ। ★বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ। . *এটা লজ্জাস্কর ব্যাপার। ★এটা লজ্জাকর ব্যাপার। . *কালিদাস বিখ্যাত কবি। ★কলীদাস বিখ্যাত কবি। . *কুপুরুষের মত কথা বলছ কেন? ★কাপুরুষের মত কথা বলছ কেন? . *গীতাঞ্জলী একখানা কাব্যগ্রন্থ। ★গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ। . *তিনি স্বস্ত্রীক কুমিল্লা বাস করেন। ★তিনি সস্ত্রীক কুমিল্লায় বাস করেন। . *তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়। ★তোমার তথ্য গ্রহনযোগ্য ন...

প্রতিবেদন লেখার নিয়ম

একটি সার্থক প্রতিবেদনের ০৬ টি অংশ হতে পারে । #প্রতিবেদনের শুরুতে সংক্ষিপ্ত প্রতিবেদন পরিচিতি থাকবে । #দ্বিতীয় প্যারাতে কল্পিত একটা দ্বিতীয় প্যারাতে কল্পিত একটা স্মারক নম্বর ব্যাবহার করা যেতে পারে এবং প্রতিবেদন রচনার কারণ ব্যাখ্যা করা যেতে পারে ।। #তৃতীয় প্যারাতে ঘটনার বিবরণ থাকবে । #চতুর্থ প্যারাতে ঘটনার কারণ উল্লেখ থাকবে । #পঞ্চম প্যারাতে ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে সে বিষয়ে কিছু পরামর্শ থাকবে । #ষষ্ঠ প্যারাতে প্রতিবেদক কী কী উপাত্ত ব্যাবহার করেছেন সে বিষয়ে একটি সংক্ষিপ্ত পরিচিতি থাকবে , অর্থাত্ তথ্যসূত্র যুক্ত থাকবে । এই ধারাবাহিকতায় প্রতিবেদন রচনা করা গেলে একজন পরীক্ষক পরীক্ষার্থীকে ভালো নম্বর প্রদানে বাধ্য হবেন । পরীক্ষার উত্তরপত্রে একজন পরীক্ষক এ ধরনের প্রতিবেদন আশা করে ধরনের প্রতিবেদন আশা করে থাকেন । . নমুনা প্রতিবেদন :০১ . পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ'- এই শিরোনামে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বরাবর একটি প্রতিবেদন লেখো। . উত্তরঃ বরাবর সচিব মহোদয় পরিবেশ ও বন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বিষয় : পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুর...