Skip to main content

রক্তে_আমার_অনাদি_অস্থি


##লেখক_পরিচিতি##
*নাম: দিলওয়ার
*জন্ম: ১৯৩৭ সালের ১লা জানুয়ারি
*জন্মস্থান: সিলেটের সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী ভার্থখলা গ্রাম
*পুরো নাম: দিলওয়ার খান
*পিতা: মৌলভী মোহাম্মদ হাসান খান
*মাতা: রহিমুন্নেসা
*১ম কাব্য: জিজ্ঞাসা (১৯৫৩)
*কাব্য সংকলন: ঐকতান, দুই মেরু দুই ডানা, সপৃথিবী রইবো সজীব, রক্তে আমার অনাদি অস্থি, স্বনিষ্ঠ সনেট
*প্রবন্ধ সংকলন: বাংলাদেশ জন্ম না নিলে
*ছড়া গ্রন্থ: দিলওয়ারের শত ছড়া, ছড়ায় অ আ ক খ
*সাহিত্য পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক
*মৃত্যু: ২০১৩ সালের ১০ অক্টোবর
*পেশা: ২ মাস শিক্ষকতা,
১৯৬৭- 'দৈনিক সংবাদ' পত্রিকায় সহকারী সম্পাদক
১৯৭৩_৭৪-' দৈনিক গনকন্ঠ' পত্রিকায় সহকারী সম্পাদক
*কবিতার মূল সুর-দেশ, মাটি, মানুষের আস্থা ও দায়বদ্ধতা
*মূলত সার্বক্ষণিক কবি-লেখক, ছড়াকার
##কবিতার_উৎস##
*রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি কবির একই নাম কাব্যের নাম কবিতা
*১৯৮১ সালে সিলেটে ১ম প্রকাশিত
*কবিতাটি কবীর চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গিত
*কবিতায় কবি সাগর দুহিতা ও নদী মাতৃক বাংলাদেশের বন্দনা করেছেন
*ছন্দ-৬ মাত্রার মাত্রাবৃত্ত
*মাত্রা বিন্যাস-৬+৬
*পূর্ন মাত্রা-৬
*অপূর্ণ মাত্রা-২
##সংখ্যাবাচক_তথ্য##
*মোট লাইন -২৪টি
*নদীর নাম-৬টি
*পদ্মা নদীর নাম-৩বার
*যমুনা নদীর নাম-৩বার
*সুরমা নদীর নাম-৩বার
##গুরুত্বপূর্ণ_তথ্য##
*পদ্মার কাছে প্রত্যাশা-যৌবন
*গনমানবের তুলিতে কবি এঁকেছেন- গণমানুষের ছবি
*কবি গণমানুষের ছবি এঁকেছেন - নদীর বুকে
*যমুনার কাছে প্রত্যাশা- প্রেম
*সুরমা নদীর কাজল বুকের পলিতে রয়েছে-গলিত হেম
*বহমান নদীর বাঁকে বাঁকে পাতা রয়েছে- মৃত্যুর ফাঁদ
*কবি স্বপ্ন রেখেছেন- বঙ্গোপসাগরে
*কবির ক্রোধ-ভয়াল ঘূর্ণির ন্যায়
*প্রাণের জাহাজ বোঝাই আছে-নরদানবের মুখে

Comments

Popular posts from this blog

অপরিচিতা

অপরিচিতা’                                                           রবীন্দ্রনাথ ঠাকুর ০১। ধনীর কন্যা কার পছন্দ নয়? উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। ০২। অনুপমের বন্ধুর নাম কী? উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ। ০৩। হরিশ কোথায় কাজ করে? উত্তর: হরিশ কানপুরে কাজ করে। ০৪। অনুপমের বর্তমান বয়স কত? উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর। ০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট? উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট। ০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়? উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন। ০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা। ০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। ১০।‘অপরিচিতা’ গল্পটি কোন জবানিতে লেখা? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। ১১। মেয়ের বয়স কত ছিল? উত্তর: মেয়ের বয়স ছিল পনেরো। ১২। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? উত্তর:কন্যাকে আশীর্বাদ করার জন্

লালসালু উপন্যাস

এক নজরে কিছু জ্ঞানমূলক তথ্যাবলীঃ ★লালসালুর কেন্দ্রীয় চরিত্র মজিদ ★ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে চলে ★মতিগঞ্জের উত্তরদিকে মহব্বতনগর গ্রাম ★মহব্বতনগর গ্রামের মাতব্বর রেহান আলী ★অশীতিপরায়ন বৃদ্ধ সলেমনের বাপ ★মজিদের বসবাস ছিলো গারো পাহাড়ে যা মধুপুর গড় হতে ৩ দিনের পথ ★রহিমা ঠান্ডা,ভীতু প্রকৃতির মানুষ ★গ্রামের লোকরা রহিমার অন্য সংস্করণ ★রহিমার চোখে ভয় দেখেছিলো মজিদ ★মজিদের শক্তির মূল উৎস সালুকাপড়ে আবৃত মাজারটি ★তাহের,কাদের ও রতনের বোন হাসুনির মা ★বিচারের শূরুতে মজিদ সূরা পড়ে নেয় ★ঝড় এলে হাসুনির মার হই চই করার অভ্যাস ★সকলকে মিঞা বলে সম্বোধন করে মজিদ ★মহব্বতনগর থেকে ৩ গ্রাম পরে আওয়ালপুর গ্রাম ★ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা ★আওয়ালপুরে পীরের আগমন ঘটে মাঘ মাসের শেষ দিকে ★মজিদের মুরিদরা আহত হয়ে করিমগঞ্জ হাসপাতালে যায় ★পির সাহেব কে ইবলিশ শয়তান ঘোষণা করে মজিদ ★আওয়ালপুর ও মহব্বতনগর গ্রামের মাঝে এক মস্ত তেতুল গাছ ★আমেনা বিবি শুক্রবার রোজা রাখে ★আমেনা বিবি আড়াই পাক এর পরেই মূর্ছা যায় ★হাসুনির মায়ের নাম তহু ★আমেনা বিবি ঠান্ডা,শীতল,ধর্মভীরু মানুষ ★আমেনা বিবির স্বামীর বাড়ির ন

Graph & Chart লেখার সহজ পদ্ধতি