##লেখক_পরিচিতি##
*নাম: দিলওয়ার
*জন্ম: ১৯৩৭ সালের ১লা জানুয়ারি
*জন্মস্থান: সিলেটের সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী ভার্থখলা গ্রাম
*পুরো নাম: দিলওয়ার খান
*পিতা: মৌলভী মোহাম্মদ হাসান খান
*মাতা: রহিমুন্নেসা
*১ম কাব্য: জিজ্ঞাসা (১৯৫৩)
*কাব্য সংকলন: ঐকতান, দুই মেরু দুই ডানা, সপৃথিবী রইবো সজীব, রক্তে আমার অনাদি অস্থি, স্বনিষ্ঠ সনেট
*প্রবন্ধ সংকলন: বাংলাদেশ জন্ম না নিলে
*ছড়া গ্রন্থ: দিলওয়ারের শত ছড়া, ছড়ায় অ আ ক খ
*সাহিত্য পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক
*মৃত্যু: ২০১৩ সালের ১০ অক্টোবর
*পেশা: ২ মাস শিক্ষকতা,
১৯৬৭- 'দৈনিক সংবাদ' পত্রিকায় সহকারী সম্পাদক
১৯৭৩_৭৪-' দৈনিক গনকন্ঠ' পত্রিকায় সহকারী সম্পাদক
*কবিতার মূল সুর-দেশ, মাটি, মানুষের আস্থা ও দায়বদ্ধতা
*মূলত সার্বক্ষণিক কবি-লেখক, ছড়াকার
##কবিতার_উৎস##
*রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি কবির একই নাম কাব্যের নাম কবিতা
*১৯৮১ সালে সিলেটে ১ম প্রকাশিত
*কবিতাটি কবীর চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গিত
*কবিতায় কবি সাগর দুহিতা ও নদী মাতৃক বাংলাদেশের বন্দনা করেছেন
*ছন্দ-৬ মাত্রার মাত্রাবৃত্ত
*মাত্রা বিন্যাস-৬+৬
*পূর্ন মাত্রা-৬
*অপূর্ণ মাত্রা-২
##সংখ্যাবাচক_তথ্য##
*মোট লাইন -২৪টি
*নদীর নাম-৬টি
*পদ্মা নদীর নাম-৩বার
*যমুনা নদীর নাম-৩বার
*সুরমা নদীর নাম-৩বার
##গুরুত্বপূর্ণ_তথ্য##
*পদ্মার কাছে প্রত্যাশা-যৌবন
*গনমানবের তুলিতে কবি এঁকেছেন- গণমানুষের ছবি
*কবি গণমানুষের ছবি এঁকেছেন - নদীর বুকে
*যমুনার কাছে প্রত্যাশা- প্রেম
*সুরমা নদীর কাজল বুকের পলিতে রয়েছে-গলিত হেম
*বহমান নদীর বাঁকে বাঁকে পাতা রয়েছে- মৃত্যুর ফাঁদ
*কবি স্বপ্ন রেখেছেন- বঙ্গোপসাগরে
*কবির ক্রোধ-ভয়াল ঘূর্ণির ন্যায়
*প্রাণের জাহাজ বোঝাই আছে-নরদানবের মুখে
Comments
Post a Comment