Skip to main content

ভুল_শুদ্ধ

1)ইতিপূর্বে = ইতঃপূর্বে
2)স্বায়ত্ত্বশাসিত=স্বায়ত্তশাসিত
3)শিরচ্ছেদ = শিরশ্ছেদ
4)মনোকস্ট = মনঃকষ্ট
5)অপারাহ্ন = অপরাহ্ণ
6)দূরবস্তা =দুরবস্থা
7)ষ্টেশন =স্টেশন
8)মুহুর্ত = মুহূর্ত
9)উপযোগীতা = উপযোগিতা
10)কল্যান = কল্যাণ
11)জীবীকা =জীবিকা
12)স্বরস্বতী = সরস্বতী
13)গীতাঞ্জলী =গীতাঞ্জলি
14)পিপিলিকা =পিপীলিকা
15)ব্যপ্ত = ব্যাপ্ত
16)মুখস্ত = মুখস্থ
17)সংস্কৃতিক =সাংস্কৃতিক
18)অন্তভুক্ত =অন্তর্ভুক্ত
19)ঐক্যতান = ঐকতান
20)উপরোক্ত = উপর্যুক্ত
21)বিদূষি =বিদুষি
22)ভূবন = ভুবন
23)বিভিষিকা = বিভীষিকা
24)আলচ্যমান = আলোচ্যমান
25)পুরান = পুরাণ
26)ঝরণা = ঝরনা
27)প্রনয়িণী = প্রয়য়িনী
28)দৈন্যতা = দৈন্য, দীনতা
29)পুরষ্কার = পুরস্কার
30)স্নেহাশীস = স্নেহাশিস্
31)বয়জেষ্ঠ্য = বয়োজ্যেষ্ঠ
32)দূরাদৃস্ট = দুরাদৃষ্ট
33)কর্মজীবি = কর্মজীবী
34)আকাংখা = আকাংঙ্ক্ষা
35)প্রতিযোগীতা = প্রতিযোগিতা
36)সন্যাসী = সন্ন্যাসী
37)বহিস্কার = বহিষ্কার
38)জগত = জগৎ
39)মনীষি = মনীষী
40)শান্তনা = সান্ত্বনা
41)মন্রীত্ব = মন্রিত্ব
42)বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী
43)ইতিমধ্যে = ইতোমধ্যে
44)ভৌগলিক= ভৌগোলিক
45)মুমুর্ষু = মুমূর্ষু
46)শ্রদ্ধান্ঞ্জলী = শ্রদ্ধান্ঞ্জলি
47)উত্তারায়ন = উত্তারায়ণ
48)ঋন = ঋণ
49)সমিচিন = সমীচীন
50)সম্বর্ধনা = সংবর্ধনা
51)দারিদ্রতা = দরিদ্রতা/দারিদ্র্য
52)সুষ্ঠ = সুষ্ঠু
53)পরিস্কার. = পরিষ্কার
54)কৃজ্জটিকা = কৃজ্ঝটিকা
55)নিশিথিনি = নিশীথিনী
56)আদ্যান্তে = আদ্যন্ত
57)ব্রাক্ষ্মন = ব্রাক্ষ্মণ
58)শুশ্রষা = শুশ্রূষা
59)মরিচিকা = মরীচিকা
60)স্বামীগৃহ = স্বামিগৃহ
61)আইনজীবি = আইনজীবী
62)নুন্যতম = নূন্যতম
63)ব্যতিত = ব্যতীত
64)প্রানীবিদ্যা = প্রানিবিদ্যা
65)উজ্জল = উজ্জ্বল
66)লজ্জাষ্কর = লজ্জাকর
67)তোরন. = তোরণ
68)কার্য্যালয় = কার্যালয়
69)নিরব = নীরব
70)উচ্ছাস = উচ্ছ্বাস
71)ভ্রাতাগন = ভ্রাতৃগন
72)বাল্মিকী = বাল্মীকি
73)দোষণীয় = দূষণীয়
74)গ্রামীন. = গ্রামীণ
75)পোষ্টমাষ্টার = পোস্টমাস্টার
76)ভাতুস্পুএ = ভ্রাতুষ্পুত্র
77)নিক্কন = নিক্বণ
78)দ্বন্ধ = দ্বন্দ্ব
79)সম্বাদ = সংবাদ
80)সূচিপত্র =সুচিপত্র
৮১)___মুহুর্মুহু
৮২)মাধ্যাকর্ষন__মাধ্যাকর্ষণ
৮৩)শারিরিক___-শারীরিক
৮৪)বিভিষিকা__বিভীষিকা
৮৫পোষাক__পোশাক
৮৬)আকাঙ্কা___আকাঙ্ক্ষা
৮৭)মুমূর্ষূ___মুমূর্ষু
৮৮)মুহুর্ত __মুহূর্ত
৮৯)সুষ্ঠ___সুষ্ঠু
৯০)সহযোগীতা___সহযোগিতা,

Comments

Popular posts from this blog

অপরিচিতা

অপরিচিতা’                                                           রবীন্দ্রনাথ ঠাকুর ০১। ধনীর কন্যা কার পছন্দ নয়? উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। ০২। অনুপমের বন্ধুর নাম কী? উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ। ০৩। হরিশ কোথায় কাজ করে? উত্তর: হরিশ কানপুরে কাজ করে। ০৪। অনুপমের বর্তমান বয়স কত? উত্তর: অনুপমের বর্তমান বয়স সাতাশ বছর। ০৫। কার জীবনের ইতিহাসটুকু আকারে ছোট? উত্তর: অনুপমের জীবনের ইতিহাসটুকু আকারে ছোট। ০৬। স্বয়ংবরা বলতে কী বোঝায়? উত্তর: স্বয়ংবরা বলতে বোঝায়, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ০৭।‘সওগাদ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘সওগাদ’ শব্দের অর্থ উপঢৌকন। ০৮।‘প্রদোষ’ শব্দের অর্থ কী? উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা। ০৯।‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। ১০।‘অপরিচিতা’ গল্পটি কোন জবানিতে লেখা? উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। ১১। মেয়ের বয়স কত ছিল? উত্তর: মেয়ের বয়স ছিল পনেরো। ১২। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? উত্তর:কন্যাকে আশীর্বাদ করার জন্

লালসালু উপন্যাস

এক নজরে কিছু জ্ঞানমূলক তথ্যাবলীঃ ★লালসালুর কেন্দ্রীয় চরিত্র মজিদ ★ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে চলে ★মতিগঞ্জের উত্তরদিকে মহব্বতনগর গ্রাম ★মহব্বতনগর গ্রামের মাতব্বর রেহান আলী ★অশীতিপরায়ন বৃদ্ধ সলেমনের বাপ ★মজিদের বসবাস ছিলো গারো পাহাড়ে যা মধুপুর গড় হতে ৩ দিনের পথ ★রহিমা ঠান্ডা,ভীতু প্রকৃতির মানুষ ★গ্রামের লোকরা রহিমার অন্য সংস্করণ ★রহিমার চোখে ভয় দেখেছিলো মজিদ ★মজিদের শক্তির মূল উৎস সালুকাপড়ে আবৃত মাজারটি ★তাহের,কাদের ও রতনের বোন হাসুনির মা ★বিচারের শূরুতে মজিদ সূরা পড়ে নেয় ★ঝড় এলে হাসুনির মার হই চই করার অভ্যাস ★সকলকে মিঞা বলে সম্বোধন করে মজিদ ★মহব্বতনগর থেকে ৩ গ্রাম পরে আওয়ালপুর গ্রাম ★ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা ★আওয়ালপুরে পীরের আগমন ঘটে মাঘ মাসের শেষ দিকে ★মজিদের মুরিদরা আহত হয়ে করিমগঞ্জ হাসপাতালে যায় ★পির সাহেব কে ইবলিশ শয়তান ঘোষণা করে মজিদ ★আওয়ালপুর ও মহব্বতনগর গ্রামের মাঝে এক মস্ত তেতুল গাছ ★আমেনা বিবি শুক্রবার রোজা রাখে ★আমেনা বিবি আড়াই পাক এর পরেই মূর্ছা যায় ★হাসুনির মায়ের নাম তহু ★আমেনা বিবি ঠান্ডা,শীতল,ধর্মভীরু মানুষ ★আমেনা বিবির স্বামীর বাড়ির ন

Graph & Chart লেখার সহজ পদ্ধতি