সব কবিতা গুলো একসাথে (MCQ) # কবিতা - সাম্যবাদী . ১.সাম্যবাদী কবিতার চরণ সংখ্যা কত-৩২ ২. কবি কীসের গান গায় - সাম্যের ৩. কবি পুঁথি ও কেতাব বহন করতে বলেন - পেটে-পিঠে-কাঁধে-মগজে। ৪. সাম্যবাদী কবিতায় কবি কোথায় দর-কষাকষি হওয়ার কথা বলেন - দোকানে। ৫. সাম্যবাদী কবিতানুসারে তাজা ফুল কোথায় ফুটে- পথে। ৬. সকল শাস্ত্র খুঁজে পাওয়া যায় কোথায় - নিজ প্রাণে। ৭. সকল দেবতার বিশ্ব দেউল কোনটি - মানুষের হৃদয়। ৮. অমৃত -হিয়ার নিভৃত অন্তরালে কে হাসছেন - দেবতা- ঠাকুর। ৯. আপন হৃদয়ে সত্যের পরিচয় পেল কারা - ঈসা- মুসা। ১০. বাঁশির কিশোর কে - কৃষ্ণ। ১১. হৃদয়ের রণ-ভূমে বাঁশির কিশোর কী গাইলেন - মহা - গীতা। ১২. মেষের রাখাল নবিরা কার মিতা - খোদার। ১৩. হৃদয়ের ধ্যান গুহামাঝে বসেছেন - শাক্যমুনি। ১৪. মানবের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করল - শাক্যমুনি। ১৫. আলাল-দুলাল আহ্বান শুনতেন কোথায় - কন্দরে। ১৬.হৃদয়ের কন্দরে বসে আলাল-দুলাল কীসের গান গাইলেন-কোরানের সাম্য-গান। ১৭. মানুষের হৃদয়েরর চেয়ে বড় কী নেই- মন্দির -কাবা। . # কবিতা - তাহারেই পড়ে মনে . ১. তাহারেই পড়ে মনে সংলাপ নির্ভর কবিতা...